বিতর্কিত অ্যাওয়ে গোলের নিয়ম দূর করল উয়েফা, এক্সট্রা টাইম-পেনাল্টিতেই হবে ফয়সালা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ফুটবল সমর্থকদের কথা অবশেষে শুনল উয়েফা। দীর্ঘ ৫০ বছর ধরে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগে অ্যাওয়ে গোলের নিয়ম নিয়ে অসন্তুষ্ট ছিলেন ফুটবলপ্রেমীরা। আর সেই অসন্তোষের কথা বুঝতে পেরেছিল ইউরোপের ফুটবল নিয়ামক সংস্থা। এবার শেষ অবধি কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হল উয়েফা।
বৃহস্পতিবার উয়েফার তরফ থেকে ঘোষণা করা হয়, আসন্ন চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগে বাতিল হতে চলেছে অ্যাওয়ে গোলের নিয়ম। এর পরিবর্তে, যদি দুই লেগের পর দুই দলের গোল সমান থাকে, তাহলে ৩০ মিনিটের এক্সট্রা টাইম হবে, যা দুই অর্ধে ১৫ মিনিট করে হবে। এবং তাতেও ফয়সালা না হলে আসবে পেনাল্টি।
এই নিয়ে উয়েফা প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিন বলেছেন, "এই নিয়ম বর্তমানে আমাদের মূল ধারা থেকে ভিন্নতা দেখাচ্ছে, বিশেষ করে হোম টিমগুলিকে আতঙ্কে রাখছে, বিশেষত প্রথম লেগে। কারণ আক্রমণ করলে তাদের ভয় থাকে যে গোল খেয়ে গেলে প্রতিপক্ষের কাছে বড়সড় সুবিধা চলে আসবে।"
অ্যাওয়ে গোলের সুবাদে কোনও অ্যাওয়ে দল নকআউট পর্বে যদি গোল করে, তাহলে সেটি বাড়তি সুবিধা হবে যা ঘরের টিম গোল করবে। আর এর জেরে ঘরের টিমগুলি প্রথম লেগে তথাকথিত রক্ষণাত্মক ফুটবল খেলত, যাতে অ্যাওয়ে দল সেই গুরুত্বপূর্ণ গোল না করে বসে। আর এই অ্যাওয়ে গোলের হিসেবে অনেক যোগ্য দলকে বিদায় নিতে হয়েছে, যা একেবারেই পছন্দ করেননি ফুটবলপ্রেমীরা।