ইস্তানবুল থেকে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল সরল পোর্তোয়, উপস্থিত থাকবে দর্শকরাও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ২৯ মে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলতে নামবে ম্যানচেস্টার সিটি ও চেলসি। করোনা ভাইরাসের জেরে বেশ কিছু দেশকে লাল তালিকাভুক্ত করে রেখেছিল ইংল্যান্ড, যার মধ্যে রয়েছে তুরস্ক। আর এই নিয়ে বেশ কয়েক দিন ধরে জল্পনা ছিল, তুরস্কের রাজধানী ইস্তানবুল থেকে সরতে পারে উয়েফা চ্যাম্পিয়নস লিগ, যেহেতু দুই ইংরেজ টিম ফাইনালে উঠেছে। আর সেই সম্ভাবনা এবার সত্যি হল।
আন্দাজ করা হয়েছিল, ইংল্যান্ডের ঐতিহ্যশালী ওয়েম্বলি স্টেডিয়ামে আয়োজিত হবে ফাইনাল, কিন্তু ফাইনাল সরল পর্তুগালের শহর পোর্তোয়। পোর্তোর এস্তাদিও দো ড্রাগাও স্টেডিয়ামে হবে এবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। বৃহস্পতিবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই খবর আত্মপ্রকাশ করে উয়েফা।
এদিকে ফাইনালের জন্য বড় ঘোষণা করেছে উয়েফা। এতদিন চ্যাম্পিয়নস লিগের সমস্ত ম্যাচ দর্শকশূন্য অবস্থায় হয়েছে। তবে ফাইনালে দুই দলের ছয় হাজার সমর্থককে মাঠে প্রবেশের অনুমতি দেবে উয়েফা। এই নিয়ে উয়েফা এবং স্টেকহোল্ডারদের সাথে টিকিট ও যাতায়াতের ব্যবস্থাপনার বিষয়ে আলোচনা করছে ম্যানচেস্টার সিটি ও চেলসি।
এই নিয়ে উয়েফা প্রেসিডেন্ট সেফেরিন বলেছেন, "সমর্থকদের মাঠে এসে স্বচক্ষে এই ম্যাচ দেখার অনুমতি স্রেফ একটি অপশন ছিল না এবং আমরা নিশ্চিন্ত যে আমরা একটি সমঝোতার জায়গায় এসেছি। সমর্থকদের ১২ মাসের বেশি সময় ধরে নিজেদের দলের খেলা সরাসরি না দেখার জন্য ভুগতে হয়েছে। আর এটি ঠিক নয় যে তাদের এই মরশুমের সবথেকে বড় ম্যাচ দেখা থেকে বঞ্চিত করার।"
গত বছরের চ্যাম্পিয়নস লিগ ফাইনালও আয়োজিত হয়েছিল পর্তুগালে, তবে তা লিসবনে অনুষ্ঠিত হয়েছিল। ওয়েম্বলিতে এবারের ফাইনাল হওয়ার জন্য আলোচনায় বসেছিল উয়েফা, ব্রিটিশ সরকারের আধিকারিকরা ও ফুটবল অ্যাসোসিয়েশন, কিন্তু স্পনসর, ভিআইপি ও সম্প্রচারকারীদের জন্য ব্যবস্থাপনা নিয়ে শেষ অবধি সমঝোতায় আসেনি কোনও পক্ষই।