UCL ফাইনালের আগে চিন্তায় ম্যানচেস্টার সিটি, অনুশীলনে নেই তারকা ডিফেন্ডার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে চিন্তায় ম্যানচেস্টার সিটি শিবির। মঙ্গলবার অনুশীলন করেননি দলের তারকা ডিফেন্ডার কাইল ওয়াকার। ইস্তানবুলে ইন্টার মিলানের বিরুদ্ধে ইউসিএল ফাইনালে নামার আগে যা অবশ্যই চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে সিটি ভক্তদের জন্যেও।
প্রসঙ্গত এফএ কাপ ফাইনাল ম্যাচে মাঠ ছেড়ে বেরিয়ে আসেন ওয়াকার। তবে সিটির এই তারকা রাইট ব্যাক ইউসিএল ফাইনাল খেলার বিষয় বেশ আত্মবিশ্বাসী।
আরও পড়ুন- অ্যাসেজের জন্য অবসর ভেঙে ফিরে আসছেন তারকা ইংল্যান্ড ক্রিকেটার
ওয়াকার বলেছেন, "আমি সম্পূর্ণ সুস্থ, শুধুমাত্র একদিন অতিরিক্ত বিশ্রাম পাওয়ার জন্য অনুশীলন করিনি। সম্প্রতি আমি মাঠে প্রচুর সময় খেলেছি। তাই কোচ আমাকে বলেছিলেন যে বিশ্রাম নিয়ে শনিবার আসতে। আমি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল মিস করব না।"
ইউসিএল সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের আক্রমণকে দক্ষতার সাথে আটকেছিলেন ওয়াকার। তাই ফাইনালে তাঁর উপস্থিতি অত্যন্ত জরুরি পেপ গুয়ার্দিওলার দলের জন্য।
ওয়াকারের অনুশীলন না করার বিষয় পেপ বলেছেন, " ওয়াকার পিঠে সমস্যা হচ্ছিল। গতকাল তিনি সুস্থ অনুভব করছিলেন না, আজ তিনি আগের দিয়ে সুস্থ, কিন্তু আমরা কোনো ঝুঁকি নিতে চাইনা। আমরা আগামী দিনগুলিতে ওয়াকারের পরিস্থিতি খুঁতিয়ে দেখব।"
ম্যানচেস্টার সিটি এই মরশুমে ইতিমধ্যে অপ্রিমিয়ার লিগ এবং এফএ কাপ জিতে নিয়েছে। চ্যাম্পিয়ন্স লিগ জিতলে ট্রেবেল জয়ের মাইলফলক পূরণ হবে তাঁদের।