এই বিশেষ কারণে বাতিল হল এসসি ইস্টবেঙ্গলের দুই প্রস্তুতি ম্যাচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বাতিল হল এসসি ইস্টবেঙ্গলের দুটি প্রস্তুতি ম্যাচ। আগামী ৪ ও ৫ নভেম্বর এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ খেলার কথা ছিল ইস্টবেঙ্গলের, কিন্তু এবার তা বাতিল করা হল। দুই ক্লাবের মধ্যে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হল।
জানা গিয়েছে, হোটেল পরিবর্তনের জেরে যেহেতু বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে, ফলে প্রস্তুতি ম্যাচে নামার আগে পুরোপুরি অনুশীলন করে নামতে পারবে না লাল-হলুদ ব্রিগেড। আর এর জেরে এই দুই প্রস্তুতি ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হল। যদিও এর পরে এফসি গোয়ার সাথে কোনও একটি তারিখে প্রস্তুতি ম্যাচ আয়োজন করতে পারে কিনা, সে নিয়ে কথা বার্তা চলছে।
এদিকে এসসি ইস্টবেঙ্গলের তালিকার বাইরে থাকা আশির আখতারকে আবারও ফিরিয়ে নিতে চলেছে মহমেডান স্পোর্টিং। যদিও বাকিরা চুক্তিবদ্ধ হওয়ায় তাদের জানুয়ারির আগে সই করানো যাবে না।