করোনায় আক্রান্ত এটিকে-মোহনবাগানের দুই তারকা, এএফসি কাপ খেলা অনিশ্চিত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সমস্যা চলছেই এটিকে-মোহনবাগান শিবিরে। রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস ও অরিন্দম ভট্টাচার্য আগেই অনিশ্চিত ছিলেন, এবার করোনায় আক্রান্ত হলেন দুই তারকা ফুটবলার প্রবীর দাস ও শেখ সাহিল।
সূত্রের খবর, করোনা টেস্টে পজিটিভ ধরা পড়েন এই দুই ফুটবলার। আর এর জেরে এএফসি কাপ খেলা অনিশ্চিত হয়ে পড়ল এটিকে-মোহনবাগানের। অনুশীলন ছাড়া, কার্যত ভাঙাচোরা দল নিয়ে এই করোনা পরিস্থিতিতে মালদ্বীপ যেতে চাইছে না সবুজ-মেরুণ টিম ম্যানেজমেন্ট।
তবে এএফসিকে ম্যাচের দিন বদলের চিঠি পাঠানো হলেও কোনও লাভ হয়েছে বলে মনে হয়না। কারণ এখনও সূচি বদলের কোনও ঘোষণা করেনি এএফসি। তবে এই করোনা আক্রান্ত হওয়ার পর আদৌ কোনও সিদ্ধান্ত নেবে কিনা টিম ম্যানেজমেন্ট, সে নিয়ে অপেক্ষা করতে হবে।