সুন্দরের করোনা ও সিরাজের চোটের জেরে দক্ষিণ আফ্রিকা গামী ভারতীয় দলে এই দুই তারকার অন্তর্ভুক্তি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে আন্তর্জাতিক সিরিজের জন্য নির্বাচিত ভারতীয় দল ইতিমধ্যে কেপটাউনের উদ্দেশ্যে রওনা হয়েছে। কিন্তু ঠিক তার আগে করোনা পজিটিভ আসেন তারকা স্পিনার ওয়াশিংটন সুন্দর। যার জেরে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যান সুন্দর।
আর এর জেরে সর্বভারতীয় সিনিয়র নির্বাচক কমিটি সুন্দরের পরিবর্ত হিসেবে আর এক অলরাউন্ডার জয়ন্ত যাদবকে নির্বাচিত করেছে। আপাতত টেস্ট দলের সাথে কেপটাউনে রয়েছেন জয়ন্ত, এবং এবার ওয়ানডে আন্তর্জাতিক সিরিজেও সুযোগ পেলেন তিনি।
এদিকে চোটের জেরে তৃতীয় টেস্ট খেলতে পারেননি তারকা পেসার মহম্মদ সিরাজ, যিনি ওয়ানডে সিরিজেও রয়েছেন। আর সিরাজের চোটের কথা মাথায় রেখে তারকা পেসার নবদীপ সাইনিকেও ওয়ানডে দলে যোগ করেছে নির্বাচক কমিটি। ফলে সাইনি ও জয়ন্ত দুই নয়া অন্তর্ভুক্তি এই ভারতীয় দলে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ভারতীয় দল - কে এল রাহুল (অধিনায়ক), জসপ্রীত বুমরাহ (সহ অধিনায়ক), শিখর ধাওয়ান, রুতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার, ঋষভ পন্থ (উইকেটকিপার), ইশান কিশান (উইকেটকিপার), যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন, দীপক চাহার, প্রসিধ কৃষ্ণা, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, জয়ন্ত যাদব, নবদীপ সাইনি।