বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে হারালেও শেষ ষোলোয় উঠতে পারল না তিউনিশিয়া

তিউনিশিয়া - ১ (ওয়াহবি খাজরি)
ফ্রান্স - ০
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শেষ ষোলোয় যোগ্যতা অর্জন আগেই হয়ে গিয়েছিল, গ্রুপ শীর্ষে থাকাটাও অনেকটা নিশ্চিত ছিল। এই পরিস্থিতিতে তিউনিশিয়ার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে দ্বিতীয় সারির দল নামিয়েছে ফ্রান্স। কিন্তু এই ম্যাচটি মরণ বাঁচন ছিল তিউনিশিয়ার জন্য, জিততেই হত তাদের।
এবং দ্বিতীয় সারির ফ্রান্স দল হলেও দুর্দান্ত লড়াই করে হারিয়ে দিল তিউনিশিয়া। ডিফেন্সে রাফায়েল ভারানে ও ইব্রাহিমা কোনাটে, দলে ছিলেন দুই তরুণ তারকা অরেলিয়েন চুয়ামেনি ও এডুয়ার্ডো কামাভিঙ্গা - এমন ফ্রান্স দলও যথেষ্ট শক্তিশালী। কিন্তু বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে দিয়ে চমকে দিল তিউনিশিয়া।
৫৮ মিনিটে দুই ফরাসি ডিফেন্ডারকে কাটিয়ে দুরন্ত গোল করেন ওয়াহবি খাজরি। আর এমন পরিস্থিতিতে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল তিউনিশিয়া, যার ফলে শেষ ষোলোয় যোগ্যতা অর্জন নিশ্চিত ছিল। কিন্তু দুই মিনিট পরেই অপর ম্যাচে ডেনমার্ককে অস্ট্রেলিয়া গোল দিয়ে দেওয়ায় সেই আশা ভেঙেচুরে যায়।
তবে ফ্রান্স মরিয়া চেষ্টা করে সমতায় ফেরার জন্য।পিছিয়ে পড়ার দরুণ পরিবর্ত হিসেবে মাঠে নামেন কিলিয়ান এমবাপ্পে, আতোয়াঁ গ্রিজমান, উসমান ডেম্বেলেরা। তবুও গোল আসছিল না।
শেষে ইঞ্জুরি টাইমের ১২তম মিনিটে চুয়ামেনির ক্রসে গোল করেন গ্রিজম্যান। কিন্তু ভিএআরে দেখা যায়, গ্রিজম্যান অফসাইডে ছিলেন। যার ফলে গোলটি বাতিল হয়। আর শেষ অবধি অঘটন ঘটিয়েই দিল তিউনিশিয়া।
কিন্তু এই অসাধারণ জয় সত্ত্বেও তিউনিশিয়া ছিটকে গেল এবারের বিশ্বকাপ থেকে। তবে এই জয়টি নিঃসন্দেহে তিউনিশিয়ার ফুটবল ইতিহাসকে অনেকটাই সমৃদ্ধ করবে।