আমার আরও অনেক কাজ আছে! ক্লাসিকোর আগে বার্সিলোনাকে গুরুত্বই দিচ্ছেন না টনি ক্রুস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভারতীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে বারোটায় সুপারকোপা ডে এস্পানার সেমি ফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও এফসি বার্সিলোনা। তবে বর্তমানে দুই হেভিওয়েটের ফর্ম একেবারেই আলাদা। একদিকে ধুঁকছে জাভির বার্সিলোনা, অন্যদিকে দৌড়চ্ছে আনসেলোত্তির রিয়াল মাদ্রিদ।
এই পরিস্থিতিতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনাকে একেবারেই গুরুত্ব দিচ্ছেন না রিয়াল মাদ্রিদের তারকা জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। ম্যাচের আগে সাংবাদিকরা যখন ক্রুসকে বার্সিলোনাকে নিয়ে জিজ্ঞেস করেন, তখন তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, সম্প্রতি কাতালান জায়ান্টদের একটি ম্যাচও দেখেননি।
এই নিয়ে ক্রুস বলেছিলেন, "আমার সম্প্রতি বার্সিলোনার ম্যাচগুলি দেখা হয়নি। আমার অন্য কাজও রয়েছে এবং আমি নিজেদের খেলাগুলিই দেখি। কিন্তু আমি ওদের ভালোমতই জানি, ওদের কিছু সমস্যা হচ্ছে তবে সব মিলিয়ে বেশ উঁচু মানের ব্যক্তিদের নিয়ে রয়েছে। আমি বলতে পারব না জাভির অধীনে কি বদলেছে।"
২০১৯ সালের মার্চ মাস থেকে রিয়াল মাদ্রিদকে হারাতে পারেনি এফসি বার্সিলোনা। গত পাঁচ এল ক্লাসিকোয় অপরাজিত রিয়াল মাদ্রিদ। ফলে ধারেভারে মাদ্রিদই এগিয়ে রয়েছে। সম্প্রতি দারুণ পারফর্মেন্স করেছে রিয়াল মাদ্রিদ, এবং এই নিয়েও বিশেষ বার্তা দিয়েছেন ক্রুস।
পারফর্মেন্স নিয়ে ক্রুস বলেছেন, "মরশুমের শুরুতে আমরা ভালো না খেলেও বেশ কিছু ম্যাচ জিতছিলাম। এখন আমরা উন্নতি করেছি এবং কঠিন ম্যাচে আমরা ভালো পারফর্ম করেছি। জানুয়ারিতে কোনও পুরষ্কার আমরা পাব না, সুপারকোপা ছাড়া। তাই আমাদের এগিয়ে যেতে হবে কারণ লা লিগায় একটি দল আমাদের সন্নিকটে রয়েছে এবং মনোযোগ সরে গেলে ওরা এগিয়ে আসবে এবং আমাদের মনে হয় আমরা তখন বিপদে পড়ব।"