ছোট পাস ও ফিটনেসের উপর নজর এসসি ইস্টবেঙ্গলের, প্রস্তুতি নিয়ে বার্তা টমিস্লাভ মর্চেলার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই গোয়ায় প্রাক মরশুম প্রস্তুতি শুরু করে দিয়েছে এসসি ইস্টবেঙ্গল। ভাস্কো ও সালগাঁওকারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে জয় পাওয়ার পর এবার আইলিগ চ্যাম্পিয়ন গোকুলাম কেরালার বিরুদ্ধে প্রস্তুতি সারতে চলেছে ইস্টবেঙ্গল।
মঙ্গলবার কোচ মানোলো ডিয়াজের অধীনে লাল-হলুদ ব্রিগেড কড়া অনুশীলন করে। মূলত ছোট পাস, ক্লোজ কন্ট্রোল ও ফিটনেসের উপরেই জোর দেওয়া হয়েছে। এদিকে গোকুলাম কেরালার চার বিদেশী শরিফ মহম্মদ, রহিম ওসুয়ানু, বৌবা আমিনৌ ও চিসম এলভিস চিকাতারা খেলতে পারেন আগামীকাল।
গোকুলামের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ পেয়ে খুশি অস্ট্রেলিয়ান ডিফেন্ডার টমিস্লাভ মর্চেলা। এসসি ইস্টবেঙ্গল মিডিয়াকে তিনি বলেছেন, "এটা খুবই ভালো বিষয় যে আমরা আইলিগের সেরা দলের বিরুদ্ধে খেলব। ওরা লিগ জিতেছে গতবার আর তাই মনে হয় ওরা আমাদের দিকে তেড়ে আসবে। আমরা ইতিমধ্যেই দুটি ম্যাচ খেলেছি। দ্বিতীয় খেলাটি প্রথমটির থেকে ভালো ছিল। আমি আশা করব গতবারের পারফর্মেন্স থেকে আরও ভালো করব ও প্রতিদিন আরও উন্নতি করব।"
এদিকে দলের প্রস্তুতি নিয়ে মর্চেলা বলেছেন, "এখনও অবধি, খুব ভালো হয়েছে। কোনও বড় চোটের চিন্তা নেই, যা প্রাক মরশুমের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। মরশুমের প্রথম ম্যাচের আগে এখনও অনেকটা পথ বাকি রয়েছে। আমাদের অনেক সময় রয়েছে আইএসএলের জন্য প্রস্তুত হতে। আমরা কঠিন পরিশ্রম করছি। আমরা উপভোগ করছি এবং আরও বেশি করে মানিয়ে নিচ্ছি।"
আগামীকাল অর্থাৎ বুধবার ডন বস্কো মাঠে গোকুলামের বিরুদ্ধে নামবে এসসি ইস্টবেঙ্গল। খেলাটি হবে দুপুর সাড়ে তিনটের সময়।