চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও পরিবর্ত হিসেবে দুই বিদেশী ডিফেন্ডার, অভিমানে ভুগছেন তিরি?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন এএফসি কাপ ইন্টার জোনাল সেমি ফাইনাল ও পরের মরশুমের জন্য শক্তিশালী দল তৈরি করছে এটিকে মোহনবাগান। কিন্তু সদ্য এএফসি কাপে এসিএল চোট পেয়ে ছিটকে যান তিরি।
এবং তিরিকে সরকারিভাবে না ছাড়া হলেও এই মরশুমে দলে তাকে রাখা হবে না, এ বিষয়টি নিশ্চিত। এছাড়াও দুই নয়া বিদেশী সেন্টার ব্যাক রুপে ফ্লোরেন্টিন পোগবা ও ব্রেন্ডন হ্যামিলকে সই করিয়েছে এটিকে মোহনবাগান।
এবং এর জেরে স্বাভাবিকভাবেই সমর্থকদের মধ্যে প্রশ্ন উঠছে, গত দুই বছর এটিকে মোহনবাগানের হয়ে দুর্দান্ত সার্ভিস দেওয়ার পর একটি চোটের জন্য সরিয়ে দেওয়া কি যুক্তিযুক্ত হল তিরিকে? এর জন্য কি অভিমান হয়েছে তিরির? এমন কিছু প্রশ্ন ও জল্পনা উঠছিলই।
তবে তিরির তরফ থেকে এটিকে মোহনবাগানের প্রতি ভালোবাসাটি বজায় রয়েছে। মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়ায় তিরি নিজের একটি গ্রাফিক ছবি প্রকাশ করেন, যেখানে তিনি ইঙ্গিত দিয়েছেন যে তিনি এটিকে মোহনবাগানে ফিরতে চলেছেন। আর এই নিয়ে তার কমেন্ট বক্সে সমর্থকদের ভালোবাসা তো ছিলই।
তবে এক সমর্থক তাকে প্রশ্ন করেন যে দুই সেন্ট্রাল ডিফেন্ডারকে সই করানোর পরে কেন তিনি এমন বার্তা দিয়েছেন? এর জবাবে তিরি বলেছেন, "দলের সাথে থাকতে পারলে খুব ভালো হত। কিন্তু দুর্ভাগ্যবশত এই চোট সারতে সময় লাগে, তাই আমি দলের সাহায্যে আসতে পারব না। কিন্তু ক্লাব দুটি ভালো সংযুক্তিকরণ করিয়েছে দলে। আমি নিশ্চিত সব কিছু ভালো হবে।"
এখনও ২০২৩ সাল অবধি চুক্তিবদ্ধ রয়েছেন তিরি। ফলে আশা করা যায়, চোট সারিয়ে ২০২৩ সালে এটিকে মোহনবাগান দলে ফিরবেন তিরি। যদিও হ্যামিল ও পোগবা দুই বছরের চুক্তিতে এসেছেন এই দলে।