ছলনার সাহায্য নিয়ে ডেনমার্ককে হারাল ইংল্যান্ড? উঠে এল এই তিন বিতর্কিত ঘটনা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার লন্ডনের ওয়েলম্বলি স্টেডিয়ামে নিজেদের ঘরের মাঠে ডেনমার্ককে ২-১ গোলে হারিয়ে ইউরো ২০২০ এর ফাইনালে ওঠে ইংল্যান্ড। মিকেল ড্যামসগার্ডের গোলে ডেনমার্ক এগিয়ে গেলেও সাইমন কারের নিজ গোলে সমতা ফেরায় ইংল্যান্ড। এরপর খেলা এক্সট্রা টাইমে গড়ালে হ্যারি কেনের গোলে জয় পায় ইংল্যান্ড।
যদিও গোটা টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ফুটবল খেলে এসেছে ইংল্যান্ড এবং কার্যত যোগ্য হিসেবেই ফাইনালে উঠেছে তারা, কিন্তু সেমি ফাইনালে তিনটি এমন বিতর্কিত ঘটনা উঠে এসেছে, যা দেখে মনে হতে পারে যে ছলনার সাহায্য নিয়ে ডেনমার্ককে হারিয়েছে ইংল্যান্ড। এবং এই তিন ঘটনাই ঘটেছে এক্সট্রা টাইম চলাকালীন।
মাঠে একইসময় দুই বলের উপস্থিতি সত্ত্বেও খেলা চালু -
প্রথমটি হল, মাঠে দুটি বলের উপস্থিতি। এক সমর্থক সোশ্যাল মিডিয়ায় ম্যাচের একটি ছবি আপলোড করেন, যেখানে স্পষ্ট দেখা যায় যে, রাহিম স্টার্লিং যখন ডানদিক থেকে বল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, সেই সময় মাঠে আরও একটি বল উপস্থিত ছিল।
নিয়ম অনুযায়ী, মাঠে আরও একটি বল চলে এলে রেফারি খেলা স্থগিতের নির্দেশ দেন, কিন্তু এক্ষেত্রে তা হয়নি। এর ফলে যা হল, স্টার্লিং বক্সে ঢুকে পড়ে যান এবং রেফারি তা পেনাল্টির নির্দেশ দেন। ফলে যদি নিয়ম অনুযায়ী খেলা স্থগিত করা হত, তাহলে পেনাল্টি পেতে পারত না ইংল্যান্ড।
পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে নাটক -
এরপর আসা যাক সেই পেনাল্টি নিয়ে। দুটি ডিফেন্ডারকে টপকে রাহিম স্টার্লিং বক্সে ঢুকে হঠাতই পড়ে যান, এবং রেফারি পেনাল্টির নির্দেশ দেন। যদিও রিপ্লেতে স্পষ্ট দেখা যায়, ডেনমার্কের ডিফেন্ডাররা তেমন কোনও চ্যালেঞ্জ করেননি স্টার্লিংয়ের উপর, বরং কিছুটা নাটক করেই বক্সে পড়ে যান স্টার্লিং।
কিন্তু অবাক করার বিষয় হল, ভিডিও অ্যাসিস্টান্ট রেফারি অর্থাৎ ভিএআর রিপ্লে দেখেও পেনাল্টির সেই সিদ্ধান্তকে বাতিল করেনি, বরং রেফারির সিদ্ধান্তের সাথে সহমত হয়েছে। আর এই নিয়ে গোটা ফুটবল বিশ্ব ক্ষুব্ধ।
ক্যাসপার স্মাইখেলের চোখে লেসার -
পেনাল্টি পাওয়ার জেরে এগিয়ে আসেন ইংরেজ অধিনায়ক হ্যারি কেন, সামনে ছিলেন ডেনমার্কের গোলকিপার ক্যাসপার স্মাইখেল। কিন্তু একটি ছবিতে দেখা যায়, স্মাইখেলের মুখে সবুজ আলো এসেছে। অনেকের দাবি, দর্শকদের তরফ থেকে স্মাইখেলের চোখে উদ্দেশ্য করে লেসার লাইট দেওয়া হয়েছে, যাতে তিনি কেনের পেনাল্টি বাঁচাতে না পারেন।
কিন্তু তা সত্ত্বেও কেনের পেনাল্টি সেভ করেন স্মাইখেল, যদিও রিবাউন্ডে গোল করতে কোনও ভুল করেননি ইংল্যান্ডের তারকা ফরোয়ার্ড। কিন্তু প্রশ্ন উঠছেই, স্মাইখেলের চোখে লেসার লাইট আসাটাকে কি সহজভাবে মেনে নেবে ডেনমার্ক ফুটবল অ্যাসোসিয়েশন? এই নিয়ে বিতর্ক চলতেই থাকবে।