এএফসি কাপে এটিকে মোহনবাগানকে চিন্তায় ফেলবে এই দল! চমকানোর মত বিদেশী রয়েছে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ১৮ মে থেকে কলকাতায় শুরু হবে এএফসি কাপের মূলপর্বের গ্রুপ ডি এর ম্যাচ। যেখানে এটিকে মোহনবাগানের সাথে রয়েছে গত আইলিগ চ্যাম্পিয়ন গোকুলাম কেরালা, গত বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং গত ধিবেহী প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন মাজিয়া।
ফলে এই গ্রুপের লড়াই যথেষ্ট হাড্ডাহাড্ডি হতে চলেছে, তা বলাই যায়। যদিও বিশেষজ্ঞদের মতে, এই গ্রুপে এটিকে মোহনবাগানই ফেভারিট। তবে এটিকে মোহনবাগানকে বড়সড় সমস্যায় ফেলতে পারে বাংলাদেশের বসুন্ধরা কিংস।
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থানে রয়েছে বসুন্ধরা। এবং অত্যন্ত দাপুটে পারফর্ম করছে এই দল। ইতিমধ্যেই এএফসির জন্য অত্যাধুনিক বসুন্ধরা কিংস এরিনাতে প্রস্তুতি সারছে অস্কার ব্রুজোনের ছেলেরা। এবং এএফসি কাপের জন্য বেশ জোরদার উপায়ে দলগঠন করছে বসুন্ধরা কিংস।
ইতিমধ্যেই বসুন্ধরার হয়ে চমৎকার পারফর্ম করছেন ব্রাজিলীয় উইঙ্গার রবসন রবিনহো ও ইরানীয় ডিফেন্ডার খালেদ শাফিয়েই। এছাড়া গত মাসে দলে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফেরেইরা ও গাম্বিয়ার ফরোয়ার্ড নুহা মারোং।
চলতি বাংলাদেশ লিগে ১১টি গোল ও সাতটি অ্যাসিস্ট করেছেন বসুন্ধরা কিংস অধিনায়ক রবিনহো। এছাড়া গোলের মধ্যে রয়েছে নয়া সাইনিংস মারোং ও মিগুয়েল। মাত্র তিন ম্যাচ খেলে তিনটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন ব্রাজিলিয়ান মিগুয়েল।
তবে বসুন্ধরার কাছে সব থেকে বড় স্বস্তির খবর হল এলিটা কিংসলেকে পাওয়া। নাইজেরীয় বংশোদ্ভূত এলিটা গত বছর বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন, এবং গত সোমবার এএফসির তরফ থেকে এলিটাকে বাংলাদেশী খেলোয়াড় হিসেবে খেলানোর অনুমতি দিয়েছে বসুন্ধরাকে।
ফলে যথেষ্ট শক্তি বাড়িয়েই নামছে বসুন্ধরা কিংস। আগামী ২১ মে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে এক মেগা লড়াই দেখা যাবে, যেখানে নামবে এটিকে মোহনবাগান ও বসুন্ধরা কিংস।