এক্সক্লুসিভ : করোনায় আক্রান্ত হলেন এটিকে মোহনবাগানের এই সুপারস্টার! জানুন বিস্তারিত

এক্সট্রা টাইম এক্সক্লুসিভ : শনিবার এটিকে মোহনবাগানের এক ফুটবলার করোনা পজিটিভ হওয়ায় ওড়িশার বিরুদ্ধে ম্যাচটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয় ইন্ডিয়ান সুপার লিগের আয়োজকরা। এবার যা খবর, এটিকে মোহনবাগানের তারকা ফরোয়ার্ড রয় কৃষ্ণাই সেই করোনা আক্রান্ত ফুটবলার।
জানা গিয়েছে, রয় কৃষ্ণার আরটি-পিসিআর পরীক্ষা নেগেটিভ এলেও তার র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় পজিটিভ আসে। এর জেরে রয় কৃষ্ণাকে তিন দিনের জন্য আইসোলেশনে থাকতে হবে।
গুঞ্জন উঠছে, ভিন্ন হোটেলে থাকা স্ত্রী ও সদ্যোজাত সন্তানের জন্য জৈব বলয় থেকে ছাড় দেওয়া হয়েছিল রয় কৃষ্ণাকে। আর সেই কারণেই কি করোনায় সংক্রমিত হয়েছেন রয়? এই নিয়ে জোর গুঞ্জন। যদিও বিষয়টি নিয়ে কোনও নিশ্চয়তা নেই। তবে রয় কৃষ্ণার করোনা ইতিবাচক আসার কারণে লিগের আয়োজনে বড় ধাক্কা এসেছে তা বলাই যায়।