সমস্যা বাড়ল মুম্বই সিটির, চোটে পুরো মরশুম থেকে ছিটকে গেলেন এই তারকা, নেই চ্যাম্পিয়ন্স লিগেও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বর্তমানে বেশ খারাপ অবস্থা মুম্বই সিটি এফসির। গত পাঁচ ম্যাচে জয় নেই, কেবল দুটি ড্র ও তিনটি বড় হার - সব মিলিয়ে বেশ অস্বস্তিতে গতবারের চ্যাম্পিয়নরা। এই পরিস্থিতিতে আরও সমস্যা বেড়ে গেল মুম্বইয়ের।
বৃহস্পতিবার মুম্বই সিটি এফসির তরফ থেকে ঘোষণা করা হয়, হাঁটুর চোটের জেরে গোটা মরশুম থেকে ছিটকে গেলেন তারকা ভারতীয় মিডফিল্ডার রাউলিন বর্জেস। এমনকি, আসন্ন এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও খেলতে পারবেন না রাউলিন।
২৯ বছরের এই গোয়ানিজ মিডফিল্ডার চলতি মরশুমের প্রথম চার ম্যাচে মাত্র ৫০ মিনিট খেলেন। তারপর চোটের জন্য বাইরে চলে যান তিনি। এবং রাউলিনের অনুপস্থিতি বেশ ভোগাচ্ছে মুম্বইকে। যদিও আপুইয়ার মত প্রতিশ্রুতিমান মিডফিল্ডারকে এনেছে মুম্বই, ওড়িশা এফসি থেকে ভিনিত রাইকেও আনা হয়েছে। তবে রাউলিনের অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ মুম্বইয়ের কাছে।