দুঃসংবাদ ব্রাজিল শিবিরে, চোট পেয়ে চলতি কোপা আমেরিকা থেকে ছিটকে গেলেন এই তারকা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চোট-আঘাতে এবার জড়াল ব্রাজিল। এবারের কোপা আমেরিকার হট ফেভারিট ব্রাজিল দলের তারকা ডিফেন্ডার ফেলিপে মন্তেইরো হাঁটুতে চোট পেয়েছেন। আর এর জেরে গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন মন্তেইরো।
যদিও গত ১৬ জুনে চোট পেয়েছিলেন মন্তেইরো। তারপর নানা পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায়, হাঁটুতে বেশ বাজে চোট পেয়েছেন তিনি। আর এর জেরে ব্রাজিল শিবির থেকে সরে দাঁড়াতে হচ্ছে তাকে। কোচ টিটে ইতিমধ্যেই তার পরিবর্ত হিসেবে আনছেন রেড বুল ব্রাগান্তিনোর সাইডব্যাক লিও ওর্তিজ।
যদিও চলতি টুর্নামেন্টে ব্রাজিলের হয়ে মাঠে নামেননি ৩২ বছরের এই সেন্টার ব্যাক। থিয়াগো সিলভা, মারকুইনহোস এবং এডের মিলিটাওদের মত তারকারা থাকায় মন্তেইরো সুযোগ পাননি। তবে অ্যাটলেটিকো মাদ্রিদকে লা লিগা চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। ফলে মন্তেইরোর এই চোট চিন্তায় রাখবে অ্যাটলেটিকোকেও।