দিল্লির বিরুদ্ধে থ্রিলার জয় পাওয়া সত্ত্বেও বড়সড় শাস্তির মুখে পড়লেন কলকাতার এই সুপারস্টার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল ২০২১ এর কোয়ালিফায়ার ২ তে থ্রিলার ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে তিন উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু কেকেআরের এই খুশির সময়ে এক চিন্তা এসে খাঁড়া হল।
আইপিএলের কোড অফ কন্ডাক্ট ভাঙার অভিযোগ এসেছে কলকাতা নাইট রাইডার্সের উইকেটকিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিকের উপর। ম্যাচের সময় দেখা গিয়েছিল, শূন্য রানে আউট হওয়ার পর হতাশায় উইকেট ভেঙে দেন। এবং সেই শাস্তি স্বীকারও করেছেন কার্তিক।
এই নিয়ে আইপিএল এক বিবৃতিতে জানিয়েছে, "মিস্টার কার্তিক আইপিএল কোড অফ কন্ডাক্টের লেভেল ওয়ান অপরাধের ২.২ ধারার শাস্তি স্বীকার করেছেন। লেভেল ওয়ান ম্যাচ রেফারির সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।"
তবে এর জন্য কার্তিককে কোনও নির্বাসন পেতে হবে না, ফলে শুক্রবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ফাইনালে খেলতে পারবেন কলকাতা নাইট রাইডার্সের সহ অধিনায়ক।