আইএসএলের আরও এক ক্লাব থেকে সরানো হল কোচকে, মরশুমের মাঝে কেন এমন সিদ্ধান্ত?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : জানুয়ারির শীতকালীন ট্রান্সফার উইন্ডো খোলার পর ভারতীয় ফুটবল মহলে একের পর এক কোচ বদলের মহলা চলছে। এটিকে মোহনবাগান, এসসি ইস্টবেঙ্গল, এফ সি গোয়া এর পর এবার কোচের সাথে গোল্ডেন হ্যান্ডশেক করল আই. এস.এলের অন্যতম ক্লাব ওড়িশা এফসি।
বিগত বছরের ব্যর্থতা থেকে দলকে তুলে আনার জন্য এ বছর টিম ম্যানেজমেন্ট ভরসা করেছিলেন তাদের নতুন কোচ কিকো রামিরেজ এর ওপর। কিন্তু এ মরশুমেও টিম এখনো পর্যন্ত আহামরি পারফমেন্স তুলে ধরতে পারেনি। লিগ টেবিলে এখন বর্তমানে তাদের স্থান ৯ নম্বরে। স্বভাবতই এই পারফমেন্সে টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবাই অখুশি।
তাই জরুরিভিত্তিক মিটিং এ তারা ঠিক করেন কোচের সাথে গোল্ডেন হ্যান্ডশেক করার।
এখন দেখার ওড়িশা এফ সি এর হটসিটে পরবর্তী কোন কোচ বিরাজমান হন।