পিএসজিতে লিওনেল মেসি কত উপার্জন করবেন? জানলে হতবাক হবেন!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : পিএসজিতে যোগ দিলেন লিওনেল মেসি! লিওনেল মেসি মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বার্সেলোনা ছাড়ার পর বুধবার প্যারিস সেন্ট জার্মেইনে যোগ দিয়েছেন। পিএসজি ঘোষণা করেছে, এই তারকা ফুটবলার ফরাসি ক্লাবের সঙ্গে দুই বছরের চুক্তি স্বাক্ষর করেছেন এবং প্রয়োজনে চুক্তিএক বছর বাড়ানো যাবে।
৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড এবার খেলবেন প্রাক্তন সতীর্থ নেইমার জুনিয়র এবং ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে। কিন্তু ফরাসি এই ক্লাবে মেসি তার পছন্দের ১০ নম্বর জার্সি পাচ্ছেন না,তাকে খেলতে হবে ৩০ নম্বর জার্সি পড়ে কারণ তার প্রাক্তন সতীর্থ নেইমারের কাছে থাকবে ১০ নম্বর জার্সি।
রিপোর্ট অনুযায়ী, পিএসজির সঙ্গে মেসির চুক্তি তাকে বোনাস সহ ৪১ মিলিয়ন ডলার বার্ষিক বেতন দেবে। চুক্তিতে তৃতীয় বছরের জন্য একটি বিকল্পও রয়েছে। একটি সংবাদপত্র অ্যাথলেটিকের মতে লিওনেল মেসি এই চুক্তির কারণে ৩০ মিলিয়ন ডলার বোনাস পেয়েছেন।
এরপরেও থাকে লিওনেল মেসির জার্সি বিক্রি থেকে আয়! ফোর্বসের মতে, ৩৪ বছর বয়সী আর্জেন্টাইন 'প্লেয়ার ইমেজ রাইটস' অনুযায়ী তার জার্সি বিক্রি থেকে অতিরিক্ত ৭৫ মিলিয়ন ডলার পেতে পারেন।
লিওনেল মেসির লক্ষ্য ইউসিএল! লিওনেল মেসি আরও একবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের লক্ষ্য নিয়েছেন। ইতিমধ্যেই তিনি বার্সার হয়ে চারবার এই ট্রফি জিতেছেন। তিনি আবার পিএসজির জার্সি পড়েও এই ট্রফি জিততে চান এটা তিনি পরিষ্কার করে দিয়েছেন৷