জাপানের প্রথম ডিভিশন ক্লাবের সাথে বিশেষ পার্টনারশিপে জুড়ল ভারতের এই ক্লাব

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আবারও এক বিদেশী ক্লাবের সাথে জুড়ল ভারতের এক ক্লাব। এবার সেই তালিকায় যোগ দিল আইলিগের ক্লাব সুদেভা দিল্লি এফসি।
জাপানের প্রথম ডিভিশনের ক্লাব শোনান বেলমোর এফসির সাথে তিন বছরের পার্টনারশিপ ঘোষণা করেছে সুদেভা এফসি। বেলমোর এফসির যাবতীয় পরিকাঠামো ও কোচিং স্টাফদের পরিষেবার সুবিধা নিতে পারবে সুদেভা। এছাড়া তরুণ খেলোয়াড়দের বেলমোরে অনুশীলনে পাঠানোর সুবিধা করতে পারবে সুদেভা দিল্লি এফসি।