ধুঁকতে থাকা এফসি বার্সিলোনার উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়ালেন এই কিংবদন্তী ফুটবলার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এই মুহুর্তে অবস্থা বেশ খারাপ এফসি বার্সিলোনার। লা লিগায় নবম স্থানে রয়েছে বার্সা, চ্যাম্পিয়ন্স লিগে দুই ম্যাচে ছয় গোল হজম করেছে - সব মিলিয়ে বিগত কয়েক বছরের সব থেকে খারাপ পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে বার্সিলোনা। আর এর জেরে হতাশ কিউলরা।
এই পরিস্থিতিতে চাপ বাড়ছে কোচ রোনাল্ড কোয়েম্যানের উপর। সমর্থকরা তো বটেই, এমনকি খোদ বার্সা টিম ম্যানেজমেন্টও বিরক্ত কোয়েম্যানের উপর। এবং পরিস্থিতির উন্নতি না হলেও ছাঁটাইয়ের কোপ পড়তে পারে অভিজ্ঞ ডাচ কোচের উপর।
এমন অবস্থায়, নিজের পুরোনো ক্লাব বার্সার উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়ালেন কিংবদন্তী ফুটবলার ইয়াইয়া টুরে। ২০১০ সালে পেপ গুয়ারদিওলার অধীনে চ্যাম্পিয়ন্স লিগ জেতা টুরে আশাবাদী, ঘুরে দাঁড়াবেই বার্সা। এছাড়া সাহায্যের আবেদন এলে অবশ্যই এগিয়ে আসবেন টুরে।
অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হারের পর সোশ্যাল মিডিয়ায় ইয়াইয়া টুরে লেখেন, "বার্সিলোনায় থাকা সময়টা আমার কেরিয়ারের অন্যতম সেরা স্মৃতি ছিল। যখন আমি একজন তরুণ খেলোয়াড় ছিলাম, বড় লিগে নিজের নাম করে নিতে পারিনি, বার্সা আমার উপর ভরসা রেখেছিল। আমি ক্লাবের কাছে চিরকৃতজ্ঞ থাকব ওরা যা করেছে আমার জন্য।"
এরপর আর একটি পোস্টে আইভরি কোস্টের এই প্রাক্তন মিডফিল্ডার লেখেন, "ক্লাবের পক্ষে এটি একটি কঠিন সময় কিন্তু বার্সিলোনার প্রতি আমার বিশ্বাস অনেক জোরালো। আমি এই ক্লাবের জন্য সব সময় উপস্থিত থাকব যখনই ওদের আমায় দরকার পড়বে, যেহেতু আমার হৃদয় রয়েছে এই ক্লাব, এখানকার মানুষ ও সমর্থকদের জন্য।"
গত বছর চীনে নিজের কেরিয়ারের সমাপ্তি জানান ৩৮ বছরের এই ফুটবলার। বর্তমানে রাশিয়ান ক্লাব আখমাত গ্রোজনির সহকারী কোচের ভূমিকা পালন করছেন এবং উয়েফা কোচিং ডিগ্রির পড়াশোনা করছেন।