ফ্রান্সের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের আগে বড় সুখবর পেল ইংল্যান্ড

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার ফ্রান্সের বিরুদ্ধে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলবে ইংল্যান্ড। এবং তাঁর আগে ইংল্যান্ডের ফুটবলার রাহিম স্টার্লিং শুক্রবার কাতারে ফিরে আসছেন ইংল্যান্ড থেকে।
সম্প্রতি ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন থেকে জানানো হয়েছে চেলসির তারকা ফুটবলার রাহিম স্টার্লিং শুক্রবার কাতারের আল ওয়াকরায় পৌঁছাবেন। তিনি সেনেগালের বিরুদ্ধে শেষ ১৬ ম্যাচে খেলেননি। যেটি ইংল্যান্ড ৩-০ গোলে জেতে।
এর কারণ হল, ইংল্যান্ডে তাঁর বাড়িতে চুরি হওয়াতে তাকে দেশে ফিরে যেতে হয়েছিল। তার বাড়িতে কেউ না থাকা অবস্থায় গয়না এবং কিছু হাতঘড়ি চুরি করে নেওয়া হয়েছে বলে জানিয়েছিল ইংল্যান্ডের সারে প্রদেশের পুলিশ।
ফ্রান্সের বিরুদ্ধে স্টার্লিংকে কোচ সাউথগেট নামাবেন কিনা প্রথম থেকে সেটাই এখন দেখার বিষয়। ইংল্যান্ডের হয়ে ৮১টা ম্যাচে ২০টি গোল করেছেন স্টার্লিং। কাতার বিশ্বকাপ ২০২২ এ ইরানের বিরুদ্ধে গোল করেছিলেন রাহিম স্টার্লিং। সেই ম্যাচটি ইংল্যান্ড জিতেছিল ৬-২ গোলে। স্টার্লিং যোগ দেওয়াতে ইংল্যান্ডের দল আরো শক্তিশালী হল বলে মনে করা হচ্ছে।