সুইজারল্যান্ডের বিরুদ্ধে নেইমার ও ড্যানিলোর বদলি হিসেবে নামতে পারেন এই দুই তারকা

অনিলাভ চ্যাটার্জি, কাতার : সোমবার স্টেডিয়াম ৯৭৪ এ চলতি বিশ্বকাপের ফেভারিট ব্রাজিল খেলতে নামবে সুইজারল্যান্ডের বিরুদ্ধে। ইতিমধ্যেই সার্বিয়াকে হারিয়ে ছন্দে রয়েছে ব্রাজিল। এই পরিস্থিতিতে এবার সুইজারল্যান্ডকে হারিয়ে নকআউট পর্বে যেতে চাইবে ব্রাজিল।
তবে সুইজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে খেলবেন না দলের দুই তারকা নেইমার ও ড্যানিলো। গোড়ালিতে চোট পাওয়ার জেরে নেই নেইমার, এদিকে চোট পেয়ে রয়েছেন ডিফেন্ডার ড্যানিলো। এই পরিস্থিতিতে এই দুই তারকার জায়গায় কাদের খেলাবেন ব্রাজিল হেড কোচ টিটে?
যদিও সাংবাদিক বৈঠকে প্রথম একাদশ সম্বন্ধে জানাননি টিটে, তবে যা খবর, নেইমারের জায়গায় শুরু করতে পারেন রিয়াল মাদ্রিদের তরুণ সেনশেসন রড্রিগো সিলভা। তবে রড্রিগোর জায়গায় মাঝমাঠে শক্তি বাড়াতে ফ্রেডকে খেলাতে পারেন টিটে।
এদিকে ড্যানিলোর পরিবর্তে রাইট ব্যাকে খেলতে পারেন ড্যানি আলভেস। তবে বয়স ও ফিটনেসের কথা মাথায় রেখে এডের মিলিটাওকেও খেলাতে পারেন টিটে।
রবিবার আল হাবিবি স্পোর্টস কমপ্লেক্সে শেষ মুহুর্তের অনুশীলন সারে ব্রাজিল দল।
সুইজারল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের সম্ভাব্য একাদশ -
অ্যালিসন (গোলকিপার), এডের মিলিটাও / ড্যানি আলভেস, থিয়াগো সিলভা (অধিনায়ক), মারকুইনহোস, অ্যালেক্স সান্দ্রো, ক্যাসেমিরো, ফ্রেড / রড্রিগো, লুকাস পাকুয়েতা, রাফিনহা, রিচার্লিসন, ভিনিসিয়াস জুনিয়র।