জোড়া ধাক্কা বেলজিয়ামের, রাশিয়ার বিরুদ্ধে ইউরোর প্রথম ম্যাচে খেলবেন না এই দুই সুপারস্টার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার রাশিয়ার বিরুদ্ধে ইউরো ২০২০ এর অভিযান শুরু করবে বেলজিয়াম। এবং এরই মাঝে খারাপ খবর এল লাল বাহিনীর শিবিরে। চোটের জেরে প্রথম ম্যাচ খেলতে পারবেন না দুই তারকা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন এবং অ্যাক্সেল উইটসেল।
চ্যাম্পিয়নস লিগ ফাইনালে চেলসির বিরুদ্ধে নাকে আঘাত পেয়েছিলেন ডি ব্রুইন। আর এখনও অবধি ভাঙা নাক ও চোখের সমস্যা থেকে পুরোপুরি সেরে ওঠেননি এই সুপারস্টার মিডফিল্ডার। যার জেরে প্রথম ম্যাচে খেলার ঝুঁকি নিলেন না তিনি। এদিকে গোড়ালির চোটের জেরে বরুসিয়া ডর্টমুন্ডের ফুটবলার উইটসেল গত জানুয়ারি থেকে মাঠের বাইরে ছিলেন।
এই নিয়ে বেলজিয়াম দল নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই আপডেট দেন। এর জেরে তারা টুবিজেতেই থেকে যাবেন এবং দলের সাথে রাশিয়া যাবেন না।
রাশিয়ার পর গ্রুপ বি-তে বেলজিয়াম আগামী বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে ডেনমার্কের বিরুদ্ধে, আর শেষে ফিনল্যান্ডের বিরুদ্ধে আগামী ২১ জুলাই খেলবে বেলজিয়াম।