করোনা আক্রান্ত রয় কৃষ্ণা সহ এই ছয় খেলোয়াড়, আক্রান্ত সাপোর্ট স্টাফরা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : করোনার কালো ছায়া পড়ল আইএসএলে। ইতিমধ্যেই খবর এসেছিল, এটিকে মোহনবাগানের তারকা ফরোয়ার্ড রয় কৃষ্ণা কোভিড ১৯ পজিটিভ হয়েছেন। এবার আরও পাঁচ ফুটবলার আক্রান্ত হয়েছেন করোনায়।
জানা গিয়েছে, এটিকে মোহনবাগানের তারকা খেলোয়াড় রয় কৃষ্ণা, লিস্টন কোলাসো, মনবীর সিং, শুভাশিস বোস ও কার্ল ম্যাকহিউ করোনা পজিটিভ এসেছেন। এদিকে ক্রোয়েশিয়া থেকে ফিরে এসে করোনা পজিটিভ এসেছেন তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান। এছাড়া গোলকিপার অমরিন্দর সিংয়ের রিপোর্ট আসা বাকি রয়েছে
এদিকে শুধু খেলোয়াড় নয়, এটিকে মোহনবাগানের সাপোর্ট স্টাফদেরও করোনা পজিটিভ এসেছে। জানা গিয়েছে, জুয়ান ফেরান্ডোর সাথে যে টিম ডাক্তার ও ফিজিও এসেছিলেন, তারাও কোভিড পজিটিভ এসেছেন।
এর ফলে আইএসএলের ম্যাচগুলি পিছোতে পারে, এমন সম্ভাবনা তৈরি হয়েছে। এমনকি, ডার্বিও পিছিয়ে যেতে পারে।