আসন্ন নিউজিল্যান্ড সিরিজে অনিশ্চিত সিনিয়ররা, সুযোগ পেতে পারেন এই নয়া তারকারা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : টি২০ বিশ্বকাপের পরেই নিউজিল্যান্ড দল ভারতে আসবে। এখানে তারা দুটি টেস্ট ও তিনটি টি২০ আন্তর্জাতিক খেলতে আসবে। তবে যা খবর, এই সিরিজে বেশিরভাগ সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দেবে বিসিসিআই।
জানা গিয়েছে, বিরাট কোহলি, রোহিত শর্মা ও জসপ্রীত বুমরাহ সহ বেশ কিছু সিনিয়র তারকা খেলোয়াড়রা গত জুন মাস থেকে জৈব বলয়ের অংশ রয়েছে। এবং এর জেরে বলয়গত ক্লান্তির কারণে বেশ কিছু খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হতে পারে নিউজিল্যান্ড সিরিজের জন্য।
এই নিয়ে পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে নির্বাচন কমিটির এক সদস্য বলেন, "বেশিরভাগ ভারতীয় খেলোয়াড়রা, বিশেষ করে সিনিয়ররা গত চার মাস ধরে টানা বলয়ের মধ্যে রয়েছে। সম্ভবত টি২০ বিশ্বকাপের পর, আপনি তাদের বিশ্রাম দিতে চাইবেন এবং ডিসেম্বরের শেষে দক্ষিণ আফ্রিকা সফরের আগে তাদের সতেজ হতে চাইবেন।"
এবং এর জেরে এবারের আইপিএলের সফল খেলোয়াড়, যেমন রুতুরাজ গায়কোয়াড়, হর্ষাল প্যাটেল, আভেশ খান ও ভেঙ্কটেশ আইয়ারের মত প্রতিভাবান ক্রিকেটাররা টি২০ সিরিজে সুযোগ পেতেই পারেন।