মারাদোনার স্মৃতি বিজড়িত বাড়ি গাড়ি কিনতে চান? এখনও সময় আছে।

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দিয়েগো মারাদোনার স্মৃতি বিজড়িত কোনও জিনিস সংগ্রহ করা নিঃসন্দেহে যে কোনও ফুটবলপ্রেমীর কাছে স্বপ্নের ব্যাপার। কিন্তু আর্জেন্টাইন মহাতারকার একাধিক দামী জিনিস কেনার ইচ্ছাপ্রকাশ করেনি কেউই, আর এর জেরে নিলামের সময়সীমা আরও বাড়ানো হল।
রবিবার একটি ভার্চুয়াল নিলামের মাধ্যমে মারাদোনার প্রায় ৯০টি জিনিসের বিক্রির আয়োজন করা হয়। এর মধ্যে কেবল ২৬ হাজার মার্কিন ডলার বিক্রি হতেই সক্ষম হয়। লাতিন আমেরিকা, ইতালি, ফ্রান্স, ইংল্যান্ড, রাশিয়া ও দুবাইয়ের অন্তত ১৫০০ এর বেশি বিডার এই নিলামে আবেদন করেছিলেন।
সর্বোচ্চ দাম পেয়েছে মারাদোনার একটি ছবি, যা লু সেদোভার 'বিটুইন ফিওরিতো অ্যান্ড দ্য স্কাই' নামে পরিচিত, তা ২১৫০ ডলারে বিক্রি হয়েছে। এছাড়া প্রিয় বন্ধু ও প্রয়াত নেতা ফিদেল কাস্ত্রোর সাথে মারাদোনার একটি ছবি দুবাইয়ের এক ক্রেতা ১৬০০ ডলারে কিনেছে।
এদিকে বুয়েনোস এইরেসে নিজের বাবা-মায়ের জন্য কেনা মারাদোনার বিশেষ অ্যাপার্টমেন্ট (৯ লক্ষ ডলার) ও মার ডেল প্লাটায় সমুদ্রের ধারে রিসর্ট (৬৫ হাজার ডলার) এবং দুটি বিএমডব্লু গাড়ি ও একটি হুন্ডাই ভ্যান বিক্রি হয়নি। অন্ততপক্ষে ১.৪ মিলিয়ন ডলারের জিনিস বিক্রি হয়নি এই নিলামে।