লিওনেল মেসির ব্যালন ডি অর পাওয়া নিয়ে হতবাক এই চার কিংবদন্তী ফুটবলার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার প্যারিসে রেকর্ড সপ্তম ব্যালন ডি অর জেতেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশংসা ও শুভেচ্ছার ঝড় বয়ে চলেছে। অধিনায়ক হিসেবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়ে কোপা আমেরিকা জিতিয়েছেন মেসি, বার্সিলোনাকে একাধিক সময়ে বাঁচিয়ে এসেছেন গত মরশুমে।
তবে মেসির ব্যালন ডি অর পাওয়া নিয়ে অনেকেই ভ্রু কুঁচকেছেন। অনেকের মতে, রবার্ট লেওয়ানডস্কির পাওয়া উচিত ছিল এই খেতাব। এদিকে লিওনেল মেসির ব্যালন ডি অর পাওয়া নিয়ে অখুশি রিয়াল মাদ্রিদের দুই প্রাক্তন ও বর্তমান খেলোয়াড় ইকের ক্যাসিয়াস ও টনি ক্রুস। এছাড়া অবাক হয়েছেন বায়ার্ন মিউনিখের দুই কিংবদন্তি ফুটবলার লোথার ম্যাথিউস ও অলিভার কান।
টুইটারে নিজের একটি পডকাস্ট প্রকাশ করেন রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার টনি ক্রুস। তিনি জানিয়েছেন, লিওনেল মেসি নয়, করিম বেঞ্জেমার হওয়া উচিত এবারের ব্যালন ডি অর জয়ী। এছাড়া ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দাবি নিয়ে সরব হয়েছেন।
তিনি বলেছেন, "আমার মতে, করিম (করিম বেঞ্জেমা) এক নম্বর পছন্দ হওয়া উচিত, যদি আপনি গত বছরের সেরা খেলোয়াড়কে বেছে নেন। কারণ আমি কাছ থেকে দেখেছি কি অসাধারণ ফুটবলার ও।"
"যখন আমি দেখি সম্প্রতি কত গুরুত্বপূর্ণ গোল করেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ওর জন্যই ম্যানচেস্টার ইউনাইটেড এখনও চ্যাম্পিয়ন্স লিগে রয়েছে। আমার চোখে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মেসির আগে আসেন।"
এদিকে একটি টুইটে কিংবদন্তি গোলকিপার ইকের ক্যাসিয়াস বলেছেন, "ফুটবল পুরষ্কার বোঝাটা আমার পক্ষে বোধগম্য হচ্ছে না। আমার কাছে, মেসি ইতিহাসের সেরা পাঁচ খেলোয়াড়দের একজন। কিন্তু আপনাকে বুঝতে হবে এক মরশুমের সেরা খেলোয়াড়দের কিভাবে বাছাই করতে হয়। এটা এমনও কঠিন নয়।"
এদিকে বায়ার্ন মিউনিখের সিইও তথা কিংবদন্তি গোলকিপার অলিভার কান চেয়েছিলেন, তার ক্লাবেরই সুপারস্টার ফরোয়ার্ড রবার্ট লেওয়ানডস্কিই পান ব্যালন ডি অর। টুইটারে তিনি লিখেছেন, "গোল্ডেন বল ছাড়াও, লেওয়ানডস্কি অলিম্পাসে অনেক দিন আগে পৌঁছেছেন, বিশ্ব ফুটবলের সেরা। আমি মুখিয়ে রয়েছি ক্লাবের হয়ে ভবিষ্যতে আর কি রেকর্ড গড়তে পারে। আগামী বছরও ও মনোনিত হবে।"
শেষে প্রাক্তন ব্যালন ডি অর জয়ী ও কিংবদন্তী ফুটবলার লোথার ম্যাথাউসও লেওয়ানডস্কির পক্ষেই কথা বললেন। এক সংবাদমাধ্যমে ম্যাথাউস বলেছেন, "সত্যি বলতে গেলে, আমি এই জিনিসগুলি এখন আর বুঝি না। মেসি ও অন্যান্য বড় খেলোয়াড়দের সম্মান দিয়েই বলছি, কেউই লেওয়ানডস্কির মত যোগ্য নন। গত দুই বছরে ও ধরাছোঁয়ার বাইরে। কিন্তু যদি আপনারা ২০২১ এর কথা ধরেন, তাহলেও ও বাকিদের থেকে সেরা। ও গার্ড মুলারের রেকর্ড ভেঙেছে। প্রতিটি প্রতিযোগিতায়, সে আন্তর্জাতিক হোক বা ঘরোয়া, ও সকলকে টপকেছে এই বছরেও।"