দিয়েগো মারাদোনার বাড়িতে ঢুকে ফুর্তি-আনন্দ করে আর্জেন্টিনার খেলা দেখলেন সাধারণ মানুষ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে নিয়ে সমর্থকদের আবেগ দেখার মত। সে দেশের প্রতিটা রাস্তা, স্কুল এমনকি বারে উৎসব শুরু হয়ে যায় জাতীয় দলের খেলা থাকলে। আর বিশ্বকাপের মরশুমে সে উন্মাদনা চরমে পৌঁছেছে।
এই পরিস্থিতিতে বেশ অদ্ভুত একটি পরিস্থিতি তৈরি হয়েছে। প্রয়াত কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার বাড়িতে হৈ-হল্লা করে আর্জেন্টিনা ও পোল্যান্ডের খেলা দেখতে হাজির হয়েছে অসংখ্য মানুষ। এক সময়ে যে বাড়ি আর্জেন্টিনা দেশের মন্দির হিসেবে বিবেচিত হত, আজ সেই মন্দিরেই চলছে মদ-বারবিকিউ নিয়ে চরম উল্লাস।
মারাদোনার আইকনিক ভিলা, যার নাম ভিলা ডেভোটো, সেটি অধিগ্রহণ করেছেন নয়া মালিকপক্ষ। এবং বুধবার আর্জেন্টিনা বনাম পোল্যান্ড ম্যাচ দেখার জন্য সর্বসাধারণের জন্য সেই ভিলার দরজা খুলে দিয়েছিল নয়া মালিকপক্ষ। ৮০ কিলো মাংস কিনে আনা হয়েছিল সাধারণ মানুষের জন্য।
এছাড়া বিভিন্ন ধরণের পানীয়, যার মধ্যে মদও ছিল, প্রদান করা হয়েছে সাধারণ মানুষের জন্য। ভিলায় থাকা সুইমিং পুলে স্নান সারছেন সকলে। আর বড় টিভি স্ক্রিন লাগিয়ে সেখানে খেলা দেখছেন মানুষজন।
১৯৮১ সালে যখন আর্জেন্টিনোস জুনিয়র্স থেকে বোকা জুনিয়র্সে সই করেন মারাদোনা, তখন এই ভিলা কিনেছিলেন মারাদোনা। কিন্তু দিয়েগোর মৃত্যুর পর নিলামে ওঠে এই ভিলা। যেখানে নয় লক্ষ ডলারে কিনে নেওয়া হয়।