লিওনেল মেসিকে অনুপ্রাণিত করেন কে? ফাঁস করলেন মেসি নিজেই

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: তিনি লিওনেল মেসি। বিশ্বমঞ্চে সব ট্রফিই তাঁর আয়ত্বে। সম্প্রতি জিতেছেন বিশ্বকাপ। এবার নিজের নিজের পরিবারকে নিয়ে বড় বার্তা দিলেন মেসি।মেসি ও তাঁর ছেলে প্রায়ই ফুটবল নিয়ে কথা বলেন। সম্প্রতি তাঁর ছেলে থিয়াগো সম্পর্কে মেসি একটি অন্যরকম মন্তব্য করেন। ৬ বছর বয়সী তাঁর ছেলে ফুটবলের প্রতি বোঝাপড়া ও আগ্রহ দেখায়। থিয়াগোর ফুটবল জ্ঞান সম্পর্কে গর্ববোধ করেন মেসি। থিয়াগো খেলাধুলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে এবং ফুটবল-সম্পর্কিত বিষয়ে সবসময় গভীর আগ্রহ দেখায়।
আরও পড়ুন: হুগোর পরিবর্তে মোহনবাগানে আসতে পারেন স্প্যানিশ উইঙ্গার
মেসি তাঁর ছেলে থিয়াগো সম্পর্কে খুব মজার একটি মন্তব্য প্রকাশ করেছেন। যেখানে মেসি আনন্দের সঙ্গে বলেছেন, "থিয়াগো ফুটবল সম্পর্কে অনেক কিছু বোঝে কারণ সে আমাদের বড় সন্তান এবং সে ফুটবল সম্পর্কে কথা বলতে পারে। সে সবসময়ই ফুটবল সংক্রান্ত বিষয় নিয়ে খুব আগ্রহী।”মেসি আরও বলেন, “লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ দুটোতেই বার্সেলোনাকে সমর্থন করে আমার ছেলে। সবকিছুর খোঁজ রাখে। আমায় প্রশ্ন জিজ্ঞাসা করে। সমালোচিত হলে আমার কাছে জানতে চায় কি হয়েছে? সবকিছু ঠিক -ঠাক না থাকলে আমাকে পরামর্শ দেয়।" সমালোচনা, ফুটবল, উত্থান পতন সত্ত্বেও, থিয়াগোর সঙ্গে মেসির এই সম্পর্ক তাঁকে আরও অনুপ্রাণিত করে।