মেসি ও স্কালোনির এই আলোচনাই নিয়তি বদলে দিল আর্জেন্টিনার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার ফিফা বিশ্বকাপের মেগা ফাইনালে আর্জেন্টিনা পরাজিত করে ফ্রান্সকে। আর এই জয়ের সাথেই বিশ্বজয়ের ৩৬ বছরের খরা কাটাল আর্জেন্টিনা। গত বছর কোপা আমেরিকা জিতেছিল এই আর্জেন্টিনা দল।
আর এই অসামান্য সাফল্যের পিছনে লিওনেল মেসির বড় অবদানের সাথে রয়েছে আরও এক লিওনেলের অবদান। তিনি হলেন লিওনেল স্কালোনি। হেড কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর আর্জেন্টিনাকে জিতিয়েছেন কোপা আমেরিকা ও লা ফিনালিসিমা। আর এবার জিতলেন কোপা আমেরিকা।
কিন্তু আর্জেন্টিনার এই অসাধারণ প্রত্যাবর্তনের পিছনে রয়েছে দুই লিওনেলের এক বিশেষ আলোচনা। এবং এই আলোচনায় যেমন মেসি ও স্কালোনির মধ্যে সম্পর্কটা আরও দৃঢ় হয়েছে, আর্জেন্টিনার প্রত্যাবর্তনও আরও শক্তিশালী হয়েছে।
এই আলোচনাটি হয়েছে গত বছর ব্রাজিলের বিরুদ্ধে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে গোলশূন্য ড্রয়ের পর। বিশ্বকাপ ফাইনালের পর সান জুয়ানে মেসির সাথে সেই আলোচনার কথা শেয়ার করেছেন স্কালোনি।
তিনি বলেছেন, "আমার মনে হয়েছিল যে আগামী দিনে যা আসতে চলেছে সেটি খুবই কঠিন হবে এবং হতাশাটা খুব জোরালো হবে। তাই মেসি প্যারিসে ফিরে যাওয়ার আগে ওনার সাথে কথা বলি।"
"আমি এই চিন্তার কথা ওনাকে বলেছিলাম, আর উনি বলেছিলেন, 'আমরা চালিয়ে যাব কারণ এটি ভালোর দিকেই যাবে এবং যদি তা না হয়, তাহলে বলতে পারব যে আমরা চেষ্টা করেছি।' এটি আমায় অনেক শক্তি দিয়েছিল।"
আর এই দুই লিওনেলের জোরেই আজ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।