বিশ্বকাপ ফাইনালে পেনাল্টি মিস! অবশেষে মুখ খুললেন চৌমেনি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০২২ ফুটবল বিশ্বকাপ ফাইনাল সমাপ্ত হয়েছে একদিনেরও বেশি হয়ে গেছে। বিজয়ী আর্জেন্টিনা বিশ্বকাপ নিয়ে ফিরে গিয়েছে নিজেদের দেশে। আর্জেন্টিনায় দেশ জুড়ে চলছে মহোৎসব। অন্যদিকে দেশে ফিরেছেন ফ্রান্স খেলোয়াড়রাও।
ফাইনালের ধুন্ধুমার লড়াইয়ে খেলার ফলাফল নির্ধারিত হয়েছিল পেনাল্টি শ্যুট আউটে। যেখানে কোমানের পাশাপাশি গোল করতে ব্যর্থ হয়েছিলেন ফ্রান্সের ভবিষ্যতের তারকা চৌমেনি। পরপর দুইবার বিশ্বকাপ জয়ের খুব কাছে এসেও খালি হাতে ফিরতে হয়েছে দিদিয়ের দেশঁর দলকে।
দীর্ঘ নিস্তব্ধতার পর চৌমেনি নিজের পেনাল্টি নষ্ট এবং ফ্রান্সের ভবিষ্যত নিয়ে ফ্রান্স ভক্তদের উদ্দেশ্যে আবেগপ্রবণ একটি বার্তা জানিয়েছেন টূইটারের মাধ্যমে।
চৌমেনি জানিয়েছেন, "হতাশা এবং তিক্ততা হজম করতে সময় লাগবে। আমরা সবরকম ভাবে চেষ্টা করেছি। আমি আমার দায়িত্ব নিয়েছি, এটি কাজ করেনি এবং আমি সবার আগে ক্ষমা চাইছি। আমি বিশ্বাস করি যে ফ্রান্সের ভবিষ্যত উজ্জ্বল, বিশেষত যদি আমরা আপনাদের আমাদের পাশে পাই।"
বিশ্বকাপে ফ্রান্সের ফাইনালে ওঠার অন্যতম কারিগর ছিলেন ২২ বছর বয়সী চৌমেনি। এই তরুণ তারকা দুর্দান্ত গোল করেছিলেন কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে। ফাইনালে পেনাল্টি শ্যুট আউটে মিস করলেও ভবিষ্যতে তিনি তার দেশের হয়ে আরও ভালো খেলবেন সেই আশাতেই নতুন করে স্বপ্ন দেখা শুরু ফরাসিদের।