সুইজারল্যান্ডের দাপটে চোনা ফেলে দিল ওয়েলসের সুযোগসন্ধানী গোল, জেতা ম্যাচ ড্র সুইসদের

ওয়েলস - ১ (কিফার মুর)
সুইজারল্যান্ড - ১ (ব্রিল এমবোলো)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : পুরো ম্যাচ জুড়েই দাপট দেখিয়ে গিয়েছে সুইজারল্যান্ড, কিন্তু এক সুযোগসন্ধানী গোলে সুইসদের থেকে দুই পয়েন্ট চুরি করে নিল ওয়েলস। বাকুতে প্রচন্ড গরমে যে দুর্দান্ত ফুটবল দেখিয়েছে দুই দল, সত্যি তা নজরকাড়া ছিল।
প্রথমার্ধ থেকে সুইজারল্যান্ডের দাপট ছিল চোখে পড়ার মত। হ্যারিস সেফেরোভিচ ও ব্রিল এমবোলো বেশ চাপে রেখেছিলে ওয়েলস ডিফেন্সকে, তবে জেমস রডনের নেতৃত্বে বেশ ভালো ডিফেন্ড করেছে ওয়েলস। কাউন্টার অ্যাটাকে ড্যানিয়েল জেমস ও গ্যারেথ বেল উঠলেও সেভাবে সুবিধা করতে পারেনি।
দ্বিতীয়ার্ধে একেবারে দুরন্ত খেলার নজির মিলল। ৪৯ মিনিটে জেরদান শাকিরির কর্নার থেকে দুরন্ত হেড করে সুইসদের এগিয়ে দেন ব্রিল এমবোলো। আর সেই গোল খাওয়ার পর তেড়েফুঁড়ে আক্রমণে ওঠে ওয়েলস। ৭৪ মিনিটে জো মোরেলের পাসে দুরন্ত হেডারে সমতায় আনেন কিফার মুর। শেষে পরিবর্ত হিসেবে নামা মারিও গাভরানোভিচ গোল করলেও ভিএআরের জেরে তা বাতিল হয়ে যায়। আর এর জেরে জেতা ম্যাচ ড্র করে বসল সুইজারল্যান্ড।