ফিফা বিশ্বকাপ ২০২২ : ঘোষিত হল সুইজারল্যান্ডের ২৬ সদস্যের দল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য অভিজ্ঞ খেলোয়াড়দেরই বেশি গুরুত্ব দিয়েছেন সুইজারল্যান্ড কোচ মুয়াট ইয়াকিন। কাতারে ফুটবল বিশ্বকাপ খেলার জন্য ইয়াকিন ২৬ জন ফুটবলারের নাম ঘোষণা করেছেন।
আসন্ন বিশ্বকাপে গ্রুপ 'জি' তে রয়েছে শাকিরি, শাকার দল। গ্রুপ পর্যায় তারা মুখোমুখি হবে ব্রাজিল, সার্বিয়া এবং ক্যামেরুনের বিপক্ষে। বিশ্বকাপের ইতিহাসে দুইবার কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছে সুইজারল্যান্ড। এই বিশ্বকাপেও তাঁরা ভালো ফলাফল করতে পারে এমনটাই মনে করছে ফুটবল মহল।
গোলকিপার- গ্রেগর কোবেল, ইয়ান সোমার, জোনাস অমলিন, ফিলিপ কন
ডিফেন্ডার-ম্যানুয়েল আকাঞ্জি, ইরায় কমার্ট, নিকো এলভেডি, ফাবিয়ান স্কার, সিল্ভান উইডমার, রিকার্ডো রড্রিগুয়েজ, এডিমিলসন ফার্নান্ডেজ
মিডফিল্ডার- মিচেল ইবিস্কার, জেরদান শাকিরি, রেনাটো স্টেফফেন, গ্রানিট শাকা, ডেনিস জাকারিয়া, ফাবিয়ান ফ্রেই, রেমো ফ্রয়লার, নোয়াহ ওকাফোর, ফাবিয়ান রেডার, আর্ডন জাশারি
ফরোয়ার্ড- ব্রিল এম্বোলো, রুবেন ভার্গাস, জিবরিল সৌ, হ্যারিস সেফারোভিচ, ক্রিস্টিয়ান ফাসনাচ