টানা ১৫ দিন কাজ করে রোনাল্ডিনহোর ভেঙে যাওয়া মূর্তি সারিয়ে তুললেন সুশান্ত রায়...

নিজস্ব প্রতিনিধি: লকডাউনে ঘরে বসে আছেন। কী করবেন? তাই নিজের হাতে তৈরি মোমের মূর্তিগুলো দেখছিলেন আসানসোলের আর্টিস্ট সুশান্ত রায়। হঠাৎই দেখেন, তাঁর হাতে তৈরি রোনাল্ডিনহোর মোমের মূর্তিটা একবারে নষ্ট হয়ে গেছে। হাত ভেঙে গেছে। আঙ্গুলগুলো নেই। তাই তিনি আর সময় নষ্ট না করে পুনরায় রোনাল্ডিনহোর মূর্তিটা তৈরি করতে বসে যান। টানা ১৫ দিন ধরে কাজ করার পর, অবশেষে সম্পূর্ণ করলেন ব্রাজিলের প্রাক্তন সুপারস্টার ফুটবলারের মূর্তি।
২০০৬ কিংবা ২০০৭ সালে রোনাল্ডিনহোর এই মূর্তিটা বানিয়েছিলেন সুশান্ত রায়। ২৫ দিন ধরে। তারপর সেটাকে রেখে দিয়েছিলেন নিজের বাড়িতে, নিজের হাতে তৈরি অসংখ্য মোমের মূর্তির মধ্যে। কিন্তু দীর্ঘদিন রেখে দিলে যা হয়, মাঝে মাঝে মেরামতির প্রয়োজন হয়। কেননা তিনি ভেবেছিলেন নভেম্বরে একটি প্রদর্শনী মেলা করবেন আসানসোলে। সেই মেলায় সব কটি মোমের মূর্তি নিয়ে যাবেন। কিন্তু যা পরিস্থিতি, এবারে আর তাঁর পক্ষে প্রদর্শনী করা সম্ভব নয়। সুশান্ত রায় বলছিলেন, "এখন তো অঢেল সময়, তাই মূর্তিগুলো নিয়ে নাড়াচাড়া করছিলাম। দেখলাম রোনাল্ডিনহোর মূর্তিটা একেবারে নষ্ট হয়ে গেছে। তাই ওটাকে প্রাণবন্ত করে তোলার চেষ্টা করলাম। তাও তো ১৫ দিন লেগে গেল।"
এর আগে তিনি প্রচুর মূর্তি বানিয়েছেন। কে নেই সেখানে? মারাদোনা, বিরাট কোহলি, থেকে অমিতাভ বচ্চন, জ্যোতি বসু। অনেক মিউজিয়ামে তাঁর তৈরি মোমের মূর্তিও আছে। ভবিষ্যতে হয়ত আরও কোনও নামকরা ব্যক্তিত্বর মূর্তি গড়বেন তিনি। তবে এই মুহূর্তে লকডাউনে চলবে শুধুই মেরামতির কাজ।