ফেডারেশনের নতুন সংবিধান ও এফএসডিএল নিয়ে বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বহু আলোচ্য খসড়া সংবিধানের সংঘাত নিয়ে শুনানি ছিল সুপ্রিম কোর্টের। সকাল ১১টা নাগাদ শুরু হয়েছিল এই শুনানি।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, এফএসডিএল ও রাজ্য ফুটবল সংস্থাগুলির আপত্তিগুলি শোনার পর আগামী ২৮ জুলাইতে হওয়া পরবর্তী শুনানিতে 'দ্রুত পদক্ষেপে' চুড়ান্ত সংবিধান নির্ধারিত করা হবে। বলা বাহুল্য, ফিফা-এএফসির তরফ থেকে নতুন সংবিধান গঠনের ডেডলাইন দেওয়া হয়েছিল আগামী ৩১ জুলাই অবধি।
এবং শুনানির পরে চুড়ান্ত সংবিধান গঠন হলে, দ্রুত উপায়ে যাতে ফেডারেশন নির্বাচন আয়োজন করে। ফিফা-এএফসির তরফ থেকে জানানো হয়েছিল, আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে।
এছাড়া দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ব্যবসায়িক দিকে কোনও হস্তক্ষেপ করবে না তারা। বলা বাহুল্য, ফেডারেশন ও ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডের মধ্যে হওয়া মাস্টার রাইটস এগ্রিমেন্ট নিয়ে প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট।
এবার সেই নিয়ে বৃহস্পতিবার বেঞ্চ ঘোষণা করে, তারা এই বিষয়ে আগামী দিনে কোনও হস্তক্ষেপ করবে না, এবং বিষয়টি নিয়ে কাজ করবে গণতান্ত্রিকভাবে গঠিত ফেডারেশনের নতুন কর্মসমিতি।