ফাইনাল এগ্রিমেন্ট সই না করেই আবারও আইএসএল খেলছে এসসি ইস্টবেঙ্গল, চিন্তায় সমর্থকরা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শেষ অবধি যেন জয় হল ক্লাবকর্তাদের। ফাইনাল এগ্রিমেন্টে সইও হল না, এদিকে ইস্টবেঙ্গলের আইএসএল খেলাও নিশ্চিত করল লগ্নিকারী সংস্থা শ্রী সিমেন্ট। আর এর জন্য আবারও ইস্টবেঙ্গল কর্তারা ঋণী হয়ে থাকলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে।
বুধবার নবান্নে শ্রী সিমেন্ট ও ইস্টবেঙ্গল কর্তাদের এক জায়গায় এনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিশ্চয়তা দিয়েছেন, এই বছরও আইএসএল খেলবে এসসি ইস্টবেঙ্গল। কিন্তু সমর্থকদের মনে প্রশ্ন ছিল, দীর্ঘ দিন ধরে জটে আবদ্ধ থাকা ফাইনাল এগ্রিমেন্ট কি অবশেষে সই হল?
উত্তর হল, না। কার্যত মুখ্যমন্ত্রীর ভরসা এবং তার অনুরোধের জন্যই আবারও ঝুঁকি নিয়েই ইস্টবেঙ্গলকে আইএসএলে খেলাবে শ্রী সিমেন্ট। ফলে বোঝা যাচ্ছে, আরও এক বছরের জন্য দুই পক্ষ এক সাথে মিলে কাজ করবে। এবং আশা রাখা হচ্ছে, এই এক বছরের মধ্যে ফাইনাল এগ্রিমেন্ট চুক্তি নিয়ে কোনও সুরাহা মিলবে। এমন আশা রেখেছেন স্বয়ং মুখ্যমন্ত্রীও।
কিন্তু সমর্থকদের চিন্তা অন্য জায়গায়! ফাইনাল এগ্রিমেন্ট সই না হওয়ার জেরে কি সমস্যা বজায় থাকবে? মরশুম শেষের পর ইস্টবেঙ্গলের পরের আইএসএল খেলা হবে কিনা, সে নিয়ে কি আবারও চিন্তা করতে হবে? আবারও অল্প সময়ের মধ্যে বাতিল ফুটবলারদের নিয়ে দল গঠন করে আইএসএলে হতাশাজনক পারফর্মেন্স করবে ইস্টবেঙ্গল? খুশির মাঝেও এই চিন্তাগুলি ঘুরপাক খাচ্ছে লাল-হলুদ সমর্থকদের মাথায়।