ভারতীয় ফুটবলের বর্তমান পরিস্থিতি ও আইএসএলের স্থগিতাদেশ নিয়ে চিন্তিত সুনীল ছেত্রী

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এই মুহুর্তে ভারতীয় ফুটবল যেভাবে নামছে, তা সত্যিই আশঙ্কার। বিশেষ করে দেশের সর্বোচ্চ লিগ আইএসএলের ভবিষ্যৎ যখন অন্ধকারে। এই পরিস্থিতি নিয়ে নিজের চিন্তার বার্তা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী।
যে সময়ে ভারতীয় ফুটবল এমন দোলাচলে চলছিল, সেই সময়ে পরিবারকে নিয়ে ছুটি কাটাতে বাইরে গিয়েছিলেন সুনীল। সে নিয়ে সুনীল লিখেছেন, "কয়েক সপ্তাহ আগে যখন আমাদের জানানো হয়েছিল যে আমাদের প্রাক-মরশুম প্রস্তুতি পিছিয়ে যাচ্ছে, সত্যি বলতে গেলে খুশিই হয়েছিলাম। আর এর কারণ আমি তখন ছুটিতে ছিলাম, খুব বেশি নড়াচড়াও করিনি, আর ডায়েট অনুযায়ী সেভাবে খেতে পারিনি যেমনটা খাই। পুরোনো চেহারায় ফিরে আসার জন্য আমার কাছে বেশি সময় ছিল।"
কিন্তু এরপর নিজের চিন্তার কথা তুলে সুনীল লিখেছেন, "তবে সেই সময়টা অন্তহীন জায়গায় চলে গিয়েছে আর সেই খুশিটাও মিলিয়ে গিয়েছে। চিন্তাটা বেড়েছে যেহেতু আমার হাতে সময় কম এবং সময় ধার নিয়ে আমি খেলছি। কিন্তু অন্যান্য ক্লাবের খেলোয়াড়দের সাথে কথা বলে জানলাম, আমি বুঝতে পেরেছি যে আমার সমস্যাটা অতটা গুরুত্বপূর্ণ নয়।"
"যে বর্তমান পরিস্থিতিতে ভারতীয় ফুটবল রয়েছে, তা সত্যিই চিন্তার। আমি অসংখ্য খেলোয়াড়, স্টাফ সদস্য, ফিজিও, ম্যাসিউরদের তরফ থেকে মেসেজ পেয়েছি। শুধু আমার ক্লাব থেকে নয়, বরং অন্যান্য ক্লাব থেকেও। ভারতীয় ফুটবলের সঙ্গে জড়িয়ে থাকা সকলে চিন্তিত, যে পরিস্থিতির সম্মুখীন তাতে সকলে ভয়ে রয়েছে। আমি জানি যে এই খেলা যারা পরিচালনা করে এবং এর পিছনে যে থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে তারা চেষ্টা করছে এই ফুটবল মরশুমকে শুরু করার, আর আমি আশাবাদী যে এই বিষয়টা দ্রুত ঠিক হয়ে যাবে।"
শেষে সুনীল লিখেছেন, "আমার কাছে হয়ত সব উত্তর নেই, তবে ভারতীয় ফুটবলের সাথে জড়িত সকলের উদ্দেশ্যে আমার বার্তা, বিশেষ করে যাদের জীবিকা নির্ভর করে এর উপর, খেলোয়াড়, স্টাফ, কিটম্যান, ম্যাসিউর, মেডিকেল টিম, প্রোডাকশনের লোক, অপারেশনসের লোক - সকলে শান্ত হোন। আমরা এই পরিস্থিতি এক সাথে মোকাবিলা করব। এক সাথে থাকুন এবং একে অপরকে দেখুন। অনুশীলন করে যান এবং উন্নতি করুন। ফুটবলকে শুরু করতেই হবে, শুরু হবেও।"
View this post on Instagram