কেউ অধিনায়ক হিসেবে পুরো তৈরি হয়ে আসেন না, শুভমন গিলের পাশে দাঁড়ালেন সৌরভ গাঙ্গুলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রোহিত শর্মার থেকে অধিনায়কত্বের ব্যাটন নেওয়া শুভমন গিলের উপর অনেকেই চিন্তিত ছিলেন। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিন টেস্টে যেভাবে নেতৃত্ব দিয়েছেন, অত্যন্ত প্রশংসাযোগ্য। লর্ডস টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ২২ রানে হারলেও মাঠে যে আগ্রাসন ও ব্যাট হাতে যে ফর্ম দেখিয়েছেন শুভমন, তা নজর কেড়েছে সকলের।
এই পরিস্থিতিতে ভারত ১-২ ফলে সিরিজে পিছিয়ে থাকলেও শুভমনের পাশে দাঁড়ালেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, "উনি নিজের মত করে সামলে নেবেন, আর উনি শিখবেন। অধিনায়ক হিসেবে, উনি শিখবেন। উনি একজন তরুণ অধিনায়ক।"
এদিকে ব্যাটার শুভমনের প্রশংসা করে সৌরভ বলেছেন, "একজন ব্যাটসম্যান হিসেবে উনি অসাধারণ খেলেছেন। ঘরের বাইরে ওনার সেরা খেলাটা দেখছি। প্রথমে হেডিংলিতে শতরান আর তারপর বার্মিংহ্যামে পরপর দুই ইনিংসে শতরান।"