ক্লাব বিশ্বকাপের সাফল্যে আপ্লুত হয়ে দেশে ফুটবলের নামই বদলানোর সিদ্ধান্ত ট্রাম্পের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সদ্য সমাপ্ত হয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপ। ৩২টি দেশকে নিয়ে প্রথমবার আয়োজিত করা এই বিশ্বকাপটি আয়োজিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে, যার ফাইনাল হয় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। সেই ফাইনালে প্যারিস সেইন্ট জার্মেইনকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চেলসি।
ক্লাব বিশ্বকাপের এমন আয়োজনে আপ্লুত হয়ে এবার নিজের দেশে ফুটবলের নাম বদলে দিতে চান মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। আমেরিকায় ফুটবলকে বলা হয় সকার। এই নিয়ে সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, "বাকিরা এটাকে ফুটবল বলে, আমরা বলি সকার। কিন্তু আমেরিকায় এই নামটা সহজেই বদলানো যায়। আমি সেটা করে দিতেই পারি। তাহলে আরও ভালো হবে।"
এদিকে ক্লাব বিশ্বকাপ জিতলেও রেপ্লিকা ট্রফি নিয়ে দেশে ফিরতে হয়েছে চেলসিকে। অন্যদিকে আসল ট্রফিটি রয়েছে ডোনাল্ড ট্রাম্পের অফিসে। এই নিয়ে ট্রাম্প বলেছেন, "আমার অফিসে ট্রফি উন্মোচনের পর আয়োজকদের জিজ্ঞেস করেছিলাম, এটা কবে নেওয়া হবে? ওরা জানায়, এই ট্রফিটা এখানেই থাকবে। আর পুরো প্রতিযোগিতার জন্য ওরা আর একটা ট্রফি বানিয়ে নেবে। সত্যিই ওরা সেটা করেছে। কিন্তু আসল ট্রফিটা তো আমার ওভাল অফিসে রাখা।"