১৯০ রান করাটা উচিত ছিল, লর্ডসে ভারতের হারে হতাশ সৌরভ গাঙ্গুলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : উত্তেজক জায়গায় পৌঁছে গিয়েছে অ্যান্ডারসন-টেন্ডুলকর ট্রফি। প্রথম দুই টেস্টে টানটান লড়াইয়ের পর লর্ডসে তৃতীয় টেস্টে ভারতকে ২২ রানে হারায় ইংল্যান্ড। মাত্র ১৯৩ রান তাড়া করতে গিয়ে ১৭০ রানে অল আউট হয়ে যায় ভারত। এক সময়ে ৮১/৬ হলেও লড়ে যান রবীন্দ্র জাদেজা, কিন্তু ৬১ রানে অপরাজিত থেকেও জেতাতে পারেননি দলকে।
আর এই বিষয়টি নিয়ে চিন্তিত সৌরভ গাঙ্গুলি। প্রাক্তন ভারত অধিনায়ক হতাশা প্রকাশ করেছেন এত প্রতিভাবান ও শক্তিশালী ব্যাটিং লাইন আপ সত্ত্বেও লর্ডসে অল্প রান তাড়া করতে না পারায়। এই নিয়ে মুম্বাইয়ে এক ইভেন্টে সৌরভ বলেছেন, "ভারত যেভাবে এই সিরিজে ব্যাট করেছে তাতে আমি একটু হতাশ, ১৯০ রান করাটা উচিত ছিল।"
"যখন আপনি দেখছেন জাদেজা লড়ছেন এবং রান করছেন, আর দলে যে ব্যাটিং ক্ষমতা রয়েছে, তারা আরও বেশি হতাশ হবেন আমার থেকে কারণ এটা দারুণ সুযোগ ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ২-১ এগিয়ে যাওয়া। আমি নিশ্চিত ওরা হতাশ হবেন ১৯০ রান তাড়া করতে না পেরে বিশেষ করে যে মানের ব্যাটসম্যানশিপ রয়েছে ওই ড্রেসিংরুমে। যদি উপরের দিকে আরও একটু লড়াই পাওয়া যেত, ম্যাচটা ভারতের হতে পারত।"
শেষে জাদেজাকে নিয়ে প্রশংসায় সৌরভ বলেছেন, "জাদেজা অসাধারণ, যত দিন এভাবে ব্যাট করবেন এবং পারফর্ম করবেন উনি এভাবে খেলে যাবেন। দীর্ঘদিন ধরে উনি খেলে এসেছেন। ৮০ এর বেশি টেস্ট ম্যাচ ও ২০০ এর বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। আপনি ওনাকে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং করতে দেখবেন। উনি একজন স্পেশ্যাল খেলোয়াড় এবং ওনার ব্যাটিং বছরের পর বছর অভিজ্ঞতার সাথে উন্নতি হয়েছে। উনি একজন স্পেশ্যাল খেলোয়াড় এবং এই দলের গুরুত্বপূর্ণ সদস্য।"