দ্বিস্তরীয় টেস্ট ফর্ম্যাট থেকে টি২০ বিশ্বকাপের প্রসার বৃদ্ধি - আইসিসির বৈঠকে আসতে চলেছে বড় সিদ্ধান্ত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১৭ জুলাই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে চলেছে, যা ক্রিকেটের পরিধিকে অন্য মাত্রায় নিয়ে যেতে পারে।
প্রথমেই আসছে দ্বিস্তরীয় টেস্ট ফর্ম্যাট। অর্থাৎ দুটি স্তরে ক্রিকেটীয় দেশগুলিকে ভাগ করা হবে। শীর্ষ ডিভিশনে র্যাঙ্কিংয়ের উপরের দেশগুলি খেলবে, আর তার নীচের ডিভিশনে থাকবে তুলনায় নিম্ন র্যাঙ্কিংয়ের দেশগুলি। থাকবে উত্তরণ ও অবনমনও। যা খবর, ক্রিকেট অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড এতে সম্মত। যদিও চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এটি আসবে না, ২০২৭ সাল থেকে এই পরিবর্তন আনতে পারে আইসিসি।
এরপর আসছে টি২০ বিশ্বকাপের ব্যাপ্তি। বর্তমানে ২০টি দেশ নিয়ে হয়েছে ২০২৪ টি২০ বিশ্বকাপ, যা হবে ২০২৬ টি২০ বিশ্বকাপেও। এই বৈঠকে পরিকল্পনা হতে পারে ২৪ দলের বিশ্বকাপ করার। যেহেতু ইতালি আসন্ন বিশ্বকাপে জায়গা করে নিয়েছে, ফলে এই সিদ্ধান্ত আসতে পারে আইসিসির এই বৈঠকে।
এদিকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে জাম্বিয়া ও ইস্ট টিমোরকে সদস্য হিসেবে আনা। ২০১৯ সালে সরকারের হস্তক্ষেপের জন্য সাসপেন্ড হওয়া জাম্বিয়াকে আবারও সহযোগী সদস্য হিসেবে আনার পরিকল্পনা রয়েছে আইসিসির। অন্যদিকে ইস্ট টিমোর প্রথমবারের জন্য আইসিসির সদস্য হতে চলেছে।