লর্ডস টেস্টে নাটকীয় জয় সত্ত্বেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় ক্ষতি হল ইংল্যান্ডের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সদ্য লর্ডসে নাটকীয় টেস্ট ম্যাচে ভারতকে ২২ রানে হারায় ইংল্যান্ড। আর এই জয়ের জেরে অ্যান্ডারসন-টেন্ডুলকর ট্রফিতে ২-১ ব্যবধানে এগিয়ে যান বেন স্টোকসরা। তবে এই দুরন্ত জয়ের পরে বড়সড় ধাক্কা আসে ইংল্যান্ডে, যার প্রভাব পড়ছে চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে।
স্লথ ওভার রেটের জন্য অভিযুক্ত হয়েছে ইংল্যান্ড দল। সেই কারণে সকল খেলোয়াড়দের ম্যাচ ফি থেকে ১০ শতাংশ কাটা হয়েছে এবং চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ২ পয়েন্ট কাটা হয়েছে। অভিযোগ, সদ্য লর্ডস টেস্টে নির্ধারিত ওভার থেকে ২ ওভার কম বল করেছেন স্টোকস-আর্চাররা। ম্যাচ রেফারিদের আইসিসি এলিট প্যানেলের রিচি রিচার্ডসনের এই শাস্তি স্বীকার করেছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস।
এর আগে ইংল্যান্ডের মোট ৩৬ পয়েন্টের মধ্যে ২৪ পয়েন্ট ছিল, এবং তাঁরা ৬৬.৬৭ শতাংশে টেবিলে দ্বিতীয় স্থানে ছিল। কিন্তু পয়েন্ট কাটার ফলে ইংল্যান্ডের ২২ পয়েন্ট হয়ে গেল, যার জেরে জেতার শতাংশ ৬১.১১ এ কমে গিয়ে তৃতীয় স্থানে নেমে গেল তারা।