কেন যুবভারতীতেই শেষ ম্যাচ খেলার সিদ্ধান্ত নিলেন সুনীল ছেত্রী? জানালেন সাংবাদিক বৈঠকে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ইতিমধ্যে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন ভারতীয় ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রী। আগামী ৬ জুন যুবভারতী ক্রীড়াঙ্গনে কুয়েতের বিরুদ্ধে ২০২৬ বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচই দেশের জার্সি গায়ে তাঁর শেষ ম্যাচ। তবে কেন এই সিদ্ধান্ত নিলেন সুনীল ছেত্রী? শেষ ম্যাচ খেলার জন্য কেনোইবা বেছে নিলেন যুবভারতী? জানালেন স্বয়ং ভারতীয় অধিনায়ক।
শুক্রবার ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে সুনীল ছেত্রী একাধিক বিষয় কথা বলেছেন। সুনীল ছেত্রী জানিয়েছেন শারিরীক ভাবে তিনি এখনও ফিট। ফিটনেসের কারণে তিনি অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন নি। মানসিক ভাবে তিনি আর খেলতে চাইছেন না।
আন্তর্জাতিক কেরিয়ারে নিজের সেরা গোলের কথা জানালেন সুনীল ছেত্রী @chetrisunil11#sunilchhetri #sunil #indianfootball #football #xtratimebangla pic.twitter.com/m1r9r0aXhu
— XtratimeBangla (@XtratimeB) May 17, 2024
ফুটবলার হিসাবে অবসর নিলেও কোচ হিসাবে তিনি কি আগামী দিনে ফুটবলের সাথে যুক্ত থাকবেন? এই বিষয় সুনীল ছেত্রী বলেছেন, "এখনই কোচিংয়ের কথা ভাবছি না। তবে ভবিষ্যতে কোচিং লাইসেন্সের প্রস্তুতি নেব।"
এছাড়াও ফুটবল প্রশাসনে আসার বিষয়ে সুনীল বলেছেন, "আমি এখনই ফুটবল প্রশাসনে আসব না। তবে ভবিষ্যতে যে আসব না এমনটা নয়।"
নিজের আন্তর্জাতিক কেরিয়ারে সুনীল মোট ৯৪টি গোল করেছেন। যদিও ১০০ গোলের মাইলস্টোনের খুব কাছে এসেও অসম্পূর্ণ হওয়ার আফসোস নেই সুনীলের। তিনি বলেছেন, "আমি ১০০ গোলে পৌঁছতে পারিনি, সেই নিয়ে ভাবছি না। আমি দেশের হয়ে ১৫০টি ম্যাচ খেলতে পেরে গর্বিত।"
তবে যুবভারতীতেই কেন শেষ ম্যাচ খেলার সিদ্ধান্ত নিলেন সুনীল? তিনি জানিয়েছেন যে, কলকাতায় ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডানের খেলা থাকলে সমর্থকেরা মাঠে আসেন। সবচেয়ে ভালো বিষয় হল ভারতের ম্যাচ থাকলে সকলে সব বিভেদ ভুলে একসাথে ভারতীয় দলকে সমর্থন করে। এর পাশাপাশি সুনীল বলেছেন যে দেশের প্রত্যেকটি মাঠই সেরা তবে যুবভারতী ক্রীড়াঙ্গন সেরার সেরা।