সিনিয়র দলে নিয়মিত সুযোগ পেতে কলকাতা লিগকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন সুমিত রাঠি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: চলতি মাসের ২৫ তারিখ থেকে শুরু হতে চলেছে এবারের কলকাতা ফুটবল লিগ। তার আগে বাঙালি কোচ বাস্তব রায়ের তত্ত্বাবধানে সল্টলেকে যুবভারতীর ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন করছেন সুমিত রাঠি, সুহেল ভাট, ফারদিন আলি মোল্লারা। বিদেশিহীন ফুটবল লিগ, পাশাপশি ডেভলপমেন্ট লিগ ও নেক্সট জন কাপে খেলা অনূর্ধ্ব ২৩ খেলোয়াড়দের নিয়ে মাঠে নামছে সবুজ-মেরুন ব্রিগেড। মোহনবাগান দলে এবার মোট ১২জন বঙ্গসন্তান রয়েছে।
দলের প্রধান কোচ বাস্তব রায়, সহকারী কোচ বিশ্বজিৎ ঘোষাল, গোলকিপার কোচ অভিজিৎ মণ্ডলকে বেছে নিয়েছে টিম ম্যানেজমেন্টে। সব মিলিয়ে আসন্ন কলকাতা লিগ খেলতে প্রস্তুত সবুজ-মেরুন দল।
আরও পড়ুন: দুই বছরের চুক্তিতে চেন্নাইয়ান এফসির এই তারকা ফুটবলারকে দলে নিল ইস্টবেঙ্গল
টুর্নামেন্টে নামার আগে মোহনবাগান দলের অন্যতম তারকা খেলোয়াড় সুমিত রাঠি আগামী দিনের লক্ষ্য নিয়ে জানিয়েছেন, "সিনিয়র দলে আমি এখনও নিয়মিত নই। সেখানে আমি ম্যাচ খেলার সুযোগ অনেক কম পেয়েছি। আরও বেশি সময় মোহনবাগান সিনিয়র দলে সুযোগ পাওয়ার জন্য কলকাতা লিগ বেছে নিয়েছি। আমি নিজের সেরাটা দিতে চাই যাতে সিনিয়র দলের কোচ আমার উপর আস্থা রাখেন। এটা আমাদের মত তরুণ ফুটবলারদের কাছে একটা চ্যালেঞ্জ। শুনেছি কলকাতা লিগে অনেক সিনিয়র প্লেয়ার খেলেন, তাদের আটকানোটা আমরা চ্যালেঞ্জ হিসেবে নেব। আমরা যথেষ্ট শক্তিশালি দল কোন ম্যাচে যদি পিছিয়ে পরি তাহলে এই দলের খেলোয়াড়রা আবার দলকে ফিরিয়ে আনতে প্রস্তুত।"