কলকাতা লিগে টপ স্কোরার হতে চান সুহেল ভাট

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: আসন্ন কলকাতা লিগের জন্য বাঙালি কোচ বাস্তব রায়ের তত্ত্বাবধানে চলছে মোহনবাগানের অনুশীলন। সবুজ-মেরুন দলে রয়েছেন মোট ১২জন বঙ্গসন্তান। প্রধান কোচ বাস্তব রায়, সহকারী কোচ বিশ্বজিৎ ঘোষাল, গোলকিপার কোচ অভিজিৎ মণ্ডলকে বেছে নিয়েছে টিম ম্যানেজমেন্টে।
আরও পড়ুন: কলকাতা লিগ খেলেই তারকা হতে চাই: ফারদিন আলি মোল্লা
বিদেশিহীন ফুটবল লিগ, পাশাপশি ডেভলপমেন্ট লিগ ও নেক্সট জন কাপে খেলা অনূর্ধ্ব ২৩ খেলোয়াড়দের নিয়ে মাঠে নামছে সবুজ-মেরুন ব্রিগেড। টুর্নামেন্টে নামার আগে মোহনবাগান দলের অন্যতম খেলোয়াড় সুহেল আমেদ ভাট জানিয়েছেন, "আমি কাশ্মীরের ছেলে। ছোটবেলা থেকেই মোহনবাগানে খেলার স্বপ্ন দেখতাম। নেক্সট জন কাপে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের মতন দলের বিরুদ্ধে গোল পেয়েছি। তাতে আত্মবিশ্বাস আরও বেড়েছে।"
সুহেল আরও বলেন, "কাশ্মীরের অনেক ফুটবলার এখানে এসে সফল হয়েছেন। তাদের কাছ থেকে শুনেছি কলকাতা লিগে ভাল খেললেই সবার নজরে পড়া যায়। আমার লক্ষ্য কলকাতা লিগে ভাল খেলা ও সিনিয়র দলে কোচের নজরে পড়া। আমি অনুশীলনে প্রচুর পরিশ্রম করছি এবং আমি কলকাতা লিগের টপ স্কোরার হতে চাই। দলকে জেতানো ছাড়া এই মুহূর্তে আর কিছুই ভাবছি না।"