ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে সই করে পাঠালেন স্টিফেন কনস্টানটাইন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইস্টবেঙ্গলের নতুন বিদেশী হেড কোচ হিসেবে স্টিফেন কনস্টানটাইনের নাম কার্যত নিশ্চিত হয়ে গেল, বলাই যায়। যা খবর, ইস্টবেঙ্গলের পাঠানো চুক্তিপত্রে সই করে দিয়েছেন ইংরেজ এই প্রশিক্ষক, এবং তিনি তা পাঠিয়েও দিয়েছেন ক্লাবে।
ফলে বলাই যায়, আসন্ন আইএসএল সহ অন্যান্য টুর্নামেন্টে স্টিফেন কনস্টানটাইনের কোচিংয়ে খেলতে নামবে ইস্টবেঙ্গল। আনুষ্ঠানিক ঘোষণা স্রেফ সময়ের অপেক্ষা। ইমামির সাথে ইস্টবেঙ্গলের চুক্তিপত্রের কাজ সম্পন্ন হলেই হয়ে যাবে ঘোষণা।
এদিকে আসন্ন কলকাতা লিগের জন্য শীঘ্রই কলকাতায় আসবেন বিনো জর্জ। কলকাতা লিগে হেড কোচের দায়িত্ব সামলাবেন বিনো, এছাড়া বাকি মরশুমে কনস্টানটাইনের সহকারী হিসেবে ভূমিকা পালন করবেন সন্তোষ ট্রফি জয়ী এই কোচ।