ইস্টবেঙ্গলের হেড কোচ হিসেবে নিশ্চিত স্টিফেন কনস্টানটাইন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : স্বস্তির খবর ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য। আসন্ন আইএসএল ও অন্যান্য টুর্নামেন্টের জন্য ইস্টবেঙ্গলের হেড কোচ হিসেবে নিযুক্ত হলেন স্টিফেন কনস্টানটাইন। ভারতের জাতীয় দলের প্রাক্তন হেড কোচ দায়িত্ব নিতে চলেছেন লাল-হলুদ ব্রিগেডের।
কয়েক দিন আগে এক্সট্রা টাইম বাংলা খবর করেছিল, কথাবার্তা অনেকটাই এগিয়েছে কনস্টানটাইনের সাথে ইস্টবেঙ্গলের। এবার চুক্তিপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে ইংরেজ এই হেড কোচের কাছে। ইস্টবেঙ্গল কর্তাদের আগেই পছন্দ ছিল কনস্টানটাইনকে, এবার ইমামির সবুজ সংকেতের পর বিষয়টি আরও নিশ্চিত হল।
ইমামির সাথে ইস্টবেঙ্গলের চুক্তিপত্র সইয়ের পরের দিনই সম্ভবত কনস্টানটাইনের নাম সরকারিভাবে ঘোষিত হবে।
এদিকে কলকাতা লিগের জন্য ইস্টবেঙ্গলের হেড কোচ ও বাকি মরশুমে কনস্টানটাইনের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন বিনো জর্জ। সন্তোষ ট্রফি জয়ী কেরালার এই কোচ আগামী সপ্তাহে চলে আসার কথা রয়েছে কলকাটায়।