বিশ্বকাপে পরাজয়ের জেরে লুই এনরিকেকে হেড কোচের পদ থেকে সরাল স্পেন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ফিফা বিশ্বকাপ ২০২২ এ পরাজয়ের জের, লুই এনরিকেকে হেড কোচের পদ থেকে সরাল স্পেন। শেষ ষোলোয় মরোক্কার বিরুদ্ধে পেনাল্টি শুটআউটে পরাজয়ের ফলে বিশ্বকাপ থেকে ছিটকে যায় স্পেন। আর এর ফলে এমনটা হওয়া ছিল স্রেফ সময়ের অপেক্ষা।
২০১৮ সালের বিশ্বকাপের পর স্পেন দলের দায়িত্ব নেন লুই এনরিকে। তবে দায়িত্ব চলাকালীন মাঝে ব্যক্তিগত কারণের জন্য ছুটি নিয়েছিলেন লুই। প্রাক্তন বার্সিলোনা ম্যানেজারের নামে অভিযোগ ছিল, স্প্যানিশ দলে বেশিরভাগ বার্সিলোনার খেলোয়াড়দের সুযোগ দিতেন লুই, এবং রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের নিতেন না তিনি।
এদিকে লুইয়ের বিদায়ের পর স্পেন দলের অন্তর্বর্তীকালীন দায়িত্ব নেবেন স্পেনের অনুর্ধ্ব ২১ দলের হেড কোচ লুই ডে লা ফুয়েন্টে।
মরোক্কোর বিরুদ্ধে পরাজয়ের পর লুই এনরিকে বলেছিলেন, "এর দায় আমার। আমি প্রথম তিনজনকে বেছেছিলাম পেনাল্টি মারার জন্য, যাদের আমার মনে হইয়েছে মাঠে এরাই পেনাল্টি বিশেষজ্ঞ। আমরা চতুর্থ পেনাল্টি অবধিও যাইনি। এক্ষেত্রে বোনো একজন অসামান্য গোলকিপার, সঠিক দিকে যাওয়ার ক্ষেত্রে ওনার রেকর্ড ভালো। উনি অসাধারণ।"