উনাই সিমোনের হাত বাঁচাল স্পেনকে, রুদ্ধশ্বাস ম্যাচে ট্র্যাজিক নায়ক সোমার

সুইজারল্যান্ড - ১ (জেরদান শাকিরি)
স্পেন - ১ (ডেনিস জাকারিয়া - নিজ গোল)
পেনাল্টিতে ৩-১ ব্যবধানে জয়ী স্পেন
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কোয়ার্টার ফাইনালের শুরুটা অসাধারণ ফুটবলের মাধ্যমেই এল। গতি বনাম শিল্পের অনন্য লড়াইয়ে মেতে ছিল সুইজারল্যান্ড ও স্পেন। শেষ অবধি পেনাল্টি অবধি খেলা গড়ায়, আর সেখানে বাজিমাত করল স্পেন। সেমি ফাইনালে উঠল তারা।
শুরু থেকে স্পেন নিজের পাসিং ফুটবল বজায় রেখেছিল, যেখানে সুইসদের লক্ষ্য ছিল কাউন্টার অ্যাটাকে নিজেদের গতিতে আক্রমণ ঘটানো। কিন্তু কার্যত অঘটনেই এগিয়ে যায় স্পেন। ৮ মিনিটে জর্ডি আলবার দুরপাল্লার জোরালো শট ডেনিস জাকারিয়ার পায়ে লেগে গোল ঢুকে যায়।
এরপর সুইস বক্সে প্রচুর পাস খেলে সেই ফাঁকফোঁকর খুঁজে নিতে চেয়েছিল স্পেন। বারবার সুইস ডিফেন্সে কাঁপুনি ধরিয়ে দিয়েছেন পেদ্রি ও কোকেরা। কিন্তু পিছিয়ে থেকেও লড়াই চালিয়ে যায় সুইজারল্যান্ড। ৬৮ মিনিটে আয়মেরিক লাপোর্তে ও পাউ টোরেসের মধ্যে সমঝোতার অভাবে বল পেয়ে যান রেমো ফ্রয়লার, আর পাস বাড়ান জেরদান শাকিরিকে, যিনি গোল করতে কোনও ভুল করেননি।
তবে এরপরেই বড় অঘটন ঘটে যায় সুইসদের জন্য। ৭৭ মিনিটে স্লাইড ট্যাকল করতে গিয়ে ভয়ঙ্করভাবে পা তুলে দেন রেমো ফ্রয়লার, আর এর জেরে লাল কার্ড দেন রেফারি মাইকেল অলিভার। আর এর জেরে শক্তিশালী স্পেনের বিরুদ্ধে বড় ধাক্কা পায় সুইজারল্যান্ড।
কিন্তু তা সত্ত্বেও ১০ জনের সুইজারল্যান্ড লড়ে গিয়েছে স্পেনের বিরুদ্ধে। স্প্যানিশ আক্রমণ বজায় থাকলেও সুইসরা বেশ প্রত্যয় দেখায় ডিফেন্সে। আর এর জেরে খেলা গড়ায় এক্সট্রা টাইমে।
অতিরিক্ত সময়ে কার্যত স্পেনই খেলে গিয়েছে। ড্যানি ওলমো, ওয়ারজাবাল, পেদ্রি, জর্ডি আলবারা সুইস বক্সে পাস খেলেই গিয়েছে। কিন্তু সুইস গোলকিপার ইয়ান সোমার যেন দেওয়াল হয়ে দাঁড়ালেন, একাধিক অসাধারণ সেভ দিয়ে সুইসদের বাঁচিয়ে রেখেছিলেন। বারবার স্প্যানিশ আর্মাডাকে আটকে দিয়েছে সুইস ডিফেন্ডাররা ও সোমার। আর এর জেরে খেলা পেনাল্টিতে গড়ায়।
প্রথম পেনাল্টি বারে মারেন স্পেন অধিনায়ক সের্জিও বুসকেতস। এরপর সুইসদের হয়ে পেনাল্টিতে গোল করেন গাভরানোভিচ। এরপর স্পেনের হয়ে খাতা খোলেন ড্যানি ওলমো। তবে সুইসদের দ্বিতীয় পেনাল্টিতে ফাবিয়ান সারের শট সেভ করেন উনাই সিমোন, যার জবাবে স্পেনের তৃতীয় পেনাল্টিতে রড্রির শট সেভ করেন ইয়ান সোমার। তবে সুইসদের তৃতীয় পেনাল্টিও সেভ করেন উনাই সিমোন। নিজেদের চতুর্থ পেনাল্টিতে গোল করে আসেন জেরার্ড মোরেনো, এদিকে পেনাল্টি শট উড়িয়ে দেন রুবেন ভার্গাস। আর স্পেনের হয়ে জয়সূচক গোল করেন ওয়ারজাবাল।