শেষ মুহুর্তের গোলে পোল্যান্ডের জারিজুরি ভাঙল সুইডেন, স্লোভাকিয়াকে গোলের মালা স্পেনের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গ্রুপ ই এর দুই শেষ পর্বের ম্যাচ যেন দুই ভিন্নরকম ছিল। একদিকে সুইডেন ও পোল্যান্ড দুর্ধর্ষ একটি ম্যাচ খেলেছে, অন্যদিকে কার্যত দাপটের সাথে স্লোভাকিয়াকে হারিয়ে ছন্দে ফিরেছে স্পেন।
সুইডেন - ৩ (এমিল ফোর্সবার্গ - ২, ভিক্টর ক্লায়েসন)
পোল্যান্ড - ২ (রবার্ট লেওয়ানডস্কি - ২)
আরও একটি অসাধারণ আক্রমণাত্মক খেলা দেখল ফুটবল বিশ্ব। পরের রাউন্ডে ওঠার জন্য মরিয়া ছিল পোল্যান্ড, অন্যদিকে গ্রুপ শীর্ষে থাকার জন্য লড়াই চালিয়েছে সুইডেন। শুরুতেই সুইডেনকে এগিয়ে দেন এমিল ফোর্সবার্গ, আর তারপর খেলার এক ঘন্টার মাথায় সুইডেনকে কার্যত ম্যাচ জিতিয়ে আনেন ফোর্সবার্গ।
কিন্তু ঠিক তার পরেই ঘটে রবার্ট লেওয়ানডস্কির ঝড়। ফোর্সবার্গের দ্বিতীয় গোলের দুই মিনিট বাদে গোল করেন রবার্ট, আর তারপর ৮৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে পোল্যান্ডকে সমতায় আনেন পোলিশ এই সুপারস্টার ফরোয়ার্ড। কিন্তু অতিরিক্ত সময়ে সুইডিশ উইঙ্গার ক্লায়েসন গোল করে জিতিয়ে দেন সুইডেনকে।
আর এর জেরে গ্রুপ শীর্ষে থেকে শেষ ষোলোয় গেল সুইডেন, অন্যদিকে জয়হীন থেকেই শেষ করল পোল্যান্ড।
স্লোভাকিয়া - ০
স্পেন - ৫ (মার্টিন দুভ্রাবকা - নিজ গোল, আয়েমেরিক লাপোর্তে, পাবলো সারাবিয়া, ফেরান টোরেস, জুরাজ কুকা - নিজ গোল)
সুযোগ নষ্টের বহর ছিল এই ম্যাচেও, কিন্তু আক্রমণাত্মক ও মেজাজি ফুটবলে স্লোভাকিয়াকে কার্যত ধ্বংস করে দিল স্পেন। শুরুতেই পেনাল্টি পেয়েও তা মিস করেন মোরাতা। কিন্তু তারপর মোরাতার থেকে চাপ পেয়ে বল ফিস্ট করতে গিয়ে নিজের গোলে ঢুকিয়ে দেন স্লোভাকিয়ান গোলকিপার। এরপর হেডারে গোল করেন ডিফেন্ডার লাপোর্তে। ৫৬ মিনিটে জর্ডি আলবার পাসে গোল করেন পাবলো সারাবিয়া। ৬৭ মিনিটে সারাবিয়ার পাসে গোল করেন ফেরান টোরেস। আর ৭১ মিনিটে পাউ টোরেসের হেডার ক্লিয়ার করতে গিয়ে গোলে ঢুকিয়ে দেন স্লোভাকিয়ার জুরাজ কুকা।
আর এই বড় জয়ের জেরে এক লাফে দ্বিতীয় স্থানে উঠে এল স্পেন। কিন্তু এত বড় ব্যবধানে হারার জেরে তিন পয়েন্ট থাকা সত্ত্বেও ইউরো থেকে ছিটকে গেল স্লোভাকিয়া।